জিতেশ শর্মা। ছবি: বিসিসিআই।
চোটের জন্য পুরো ম্যাচ খেলতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টস ম্যাচে টসের পর দলের ভুল তালিকা দেন ম্যাচ রেফারির হাতে।
টস জেতেন জিতেশ। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। টস জিতে জিতেশ বলেন, ‘‘আমরা প্রথমে ফিল্ডিং করব। পিচ বেশ ভাল। রান তাড়া করা কঠিন হবে না। রজত পাটিদার আজ আমাদের ইমপ্যাক্ট প্লেয়ার। আমাদের লক্ষ্য ম্যাচ জিতে প্রথম দু’দলের মধ্যে জায়গা করে নেওয়া। টিম ডেভিড খেলতে পারছে না। লিয়াম লিভিংস্টোন প্রথম একাদশে এসেছে। লুঙ্গি এনদিগির বদলে দলে এসেছে নুয়ান তুষারা।’’
এর পরই ভুল করে বসেন তিনি। প্রথমে ফিল্ডিং নিলেও ম্যাচ রেফারির হাতে জিতেশ তুলে দেন ব্যাটিংয়ের একাদশ। ফলে তৈরি হয় বিভ্রান্তি। ফিল্ডিং এবং ব্যাটিং একাদশের দু’টি তালিকা নিয়ে টস করতে গিয়েছিলেন জিতেশ। ম্যাচ রেফারিকে দেওয়ার সময় গুলিয়ে ফেলেন তালিকা।
এ দিনের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু। টসের সময় ভুল করলেও ব্যাট হাতে ভুল করেননি জিতেশ। ৩৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর প্রতিপক্ষ পঞ্জাব কিংস।