জশ হেজ়লউড। ছবি: পিটিআই।
আইপিএলের প্লে-অফের দৌড়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঝে ভারত-পাকিস্তান সংঘাতের জন্য এক সপ্তাহ বন্ধ থাকার পরে আবার আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে চিন্তা বেড়েছে বেঙ্গালুরুর। জশ হেজ়লউডকে তারা বাকি মরসুমে পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি তেমনটা হয় তা হলে বড় ধাক্কা খাবে বিরাট কোহলিদের দল।
জানা গিয়েছে, কাঁধে চোট পেয়েছেন হেজ়লউড। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলেননি তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বেঙ্গালুরুর যে ম্যাচ হওয়ার কথা ছিল সেখানেও ছিলেন না তিনি। তার পরেই ভারত-পাক সংঘাতের ফলে আইপিএল বন্ধ হয়ে যায়। তখনই বাকিদের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন হেজ়লউড। প্রতিযোগিতা আবার শুরু হলেও হেজ়লউডের ফেরা নিয়ে সংশয় রয়েছে। জানা গিয়েছে, তাঁর চোট সারতে সময় লাগবে।
দ্বিতীয় বার আইপিএল শুরু হলেও অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারকে সেখানে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, ক্রিকেটারদের ভারতে ফেরার বিষয়ে চাপ দেবে না তারা। যদি কোনও ক্রিকেটার না চান, তা হলে তাঁকে জোর করা হবে না। পুরোটাই ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছে তারা।
আইপিএলের আগেও চোট পেয়েছিলেন হেজ়লউড। সেই কারণে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ় ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে খেলেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন না এই অভিজ্ঞ পেসার। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। জানা গিয়েছে, সেখানে যাতে তিনি খেলতে পারেন সেই চেষ্টাই করছেন হেজ়লউড।
এ বারের আইপিএলে ১০টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন হেজ়লউড। বেগনি টুপির দৌড়ে রয়েছেন তিনি। বেঙ্গালুরুর সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তাঁর। তাই হেজ়লউড খেলতে না পারলে পরের ম্যাচগুলিতে সমস্যায় পড়তে পারেন কোহলির।