IPL 2025

আইপিএলের এক ম্যাচে তিন কীর্তি কোহলির, একটি নজির গড়ল তাঁর বেঙ্গালুরুও

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে একসঙ্গে তিনটি নজির গড়েছেন বিরাট কোহলি। এই ম্যাচে আইপিএলের প্রথম দল হিসাবে নজির গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০০:২৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। প্রতিটি নজিরই তিনি গড়েছেন ব্যাট হাতে। তাঁর দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার।

Advertisement

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তাঁর। আর কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। মঙ্গলবার তাঁকে টপকে গেলেন কোহলি।

লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রান হল ৬০২। এই নিয়ে পাঁচ বার আইপিএলের এক মরসুমে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। তিনি ২০১৮, ২০২০, ২০২১, ২০২২ সালে, অর্থাৎ মোট চার বার আইপিএলের এক মরসুমে ৬০০ বা তার বেশি রান করেছেন। তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন ওয়ার্নার এবং ক্রিস গেল। তাঁরা তিন বার করে এই কৃতিত্ব দেখিয়েছেন।

Advertisement

মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এ দিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হল ৯০০৪। তার মধ্যে আইপিএলে করেছেন ৮৫৭৯ রান। বাকি রান অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

একটি নজির গড়েছে আরসিবিও। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসাবে এক মরসুমে সব অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়েছে তারা। এ বার সাতটি অ্যাওয়ে ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement