Rohit Sharma Stripped Off ODI Captaincy

রোহিত অধিনায়ক হলে দলের পরিবেশ নষ্ট হতে পারত! কেন নেতৃত্ব গেল শর্মার, উঠে এল গম্ভীর-আগরকরের পরিকল্পনার নতুন তত্ত্ব

ভারতের এক দিনের দলের অধিনায়কত্ব গিয়েছে রোহিত শর্মার। কেন তাঁকে সরিয়ে দিলেন অজিত আগরকর ও গৌতম গম্ভীর? নেপথ্যে কোন কারণ রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১২:৪৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। টেস্টের পর এ বার এক দিনের দলেরও অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। কেন তাঁকে সরিয়ে দিলেন অজিত আগরকর ও গৌতম গম্ভীর? নেপথ্যে কোন কারণ রয়েছে।

Advertisement

‘টাইম্‌স অফ ইন্ডিয়া’র এক রিপোর্ট অনুযায়ী, রোহিত থাকলে ভারতীয় দলের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। বোর্ডের এক সূত্র বলেছে, “রোহিতের মতো এক ক্রিকেটার যদি অধিনায়ক থাকতেন, তা হলে উনি নিজের মতো করে দল চালাতেন। নিজের দর্শন, নিজের পরিকল্পনা দিয়ে দলের বাকিদের নিয়ন্ত্রণ করতেন। কিন্তু এখন এক দিনের ক্রিকেট সবচেয়ে কম খেলা হয়। একটা ফরম্যাটে দলের ভাবনা এক রকম ও বাকি ফরম্যাটে অন্য রকম হলে দলের পরিবেশ খারাপ হতে পারত। তাই রোহিতকে সরানো হয়েছে।”

ওই সূত্র আরও জানিয়েছে, গম্ভীর ভারতের কোচ হওয়ার পরে পরেই দলের বিষয়ে বেশি নাক গলাতেন না। পিছনে থাকতেন। কিন্তু ছ’মাস পর থেকে তিনি সিদ্ধান্ত নিতে শুরু করেন। ওই সূত্র বলেছে, “কোচ হওয়ার পর প্রথম ছ’মাস গম্ভীর টেস্ট ও এক দিনের ম্যাচে খুব একটা নাক গলাতেন না। কিন্তু নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর পুরো দায়িত্ব উনি নিজের কাঁধে নিয়েছেন। তার পর থেকে সব সিদ্ধান্ত গম্ভীর নেন।”

Advertisement

রোহিত ও বিরাট কোহলি দু’জনেই জানিয়েছেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলছেন তাঁরা। কিন্তু বিশ্বকাপ এখনও দু’বছর দেরি। তত দিনে দুই ক্রিকেটারের ফর্ম কেমন থাকবে, তা নিয়ে চিন্তায় রয়েছে ম্যানেজমেন্ট। ওই সূত্র বলেছে, “গম্ভীর ও আগরকর একসঙ্গে রোহিতকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত ও কোহলি দু’জনেরই বয়স হয়েছে। দু’বছর পর এক দিনের বিশ্বকাপের আগে যদি হঠাৎ ওদের ফর্ম খারাপ হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। তাই আগে থেকে দলকে তৈরি রাখতে চাইছেন আগরকরেরা। সেই কারণে রোহিতকে সরিয়ে শুভমনকে অধিনায়ক করা হয়েছে।”

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ে রোহিত, কোহলিকে দেখা যাবে। তবে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে যে, সেটাই হয়তো তাঁদের শেষ সিরিজ়। আর কত দিন দুই ক্রিকেটারকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement