India wins ICC Women's ODI World Cup 2025

হিরের গয়না থেকে সোলার প্যানেল, বিশ্বকাপ জিতে কী কী পুরস্কার পাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা?

রবিবার বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। রাতারাতি ক্রিকেটারেরা জাতীয় নায়কের মর্যাদা পেয়েছেন। শুধু ট্রফিই নয়, আর্থিক ভাবেও অনেকটাই লাভবান হতে চলেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। কে কত টাকা পাচ্ছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২১:১১
Share:

বিশ্বকাপ হাতে হরমনপ্রীত কৌর। ছবি: সমাজমাধ্যম।

রবিবার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথম বার এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। রাতারাতি ক্রিকেটারেরা জাতীয় নায়কের মর্যাদা পেয়েছেন। শুধু ট্রফিই নয়, আর্থিক ভাবেও অনেকটাই লাভবান হতে চলেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Advertisement

বিশ্বকাপ জেতার জন্য আইসিসি-র থেকে আনুমানিক ৪০ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারতীয় দল। এ ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড আলাদা করে ৫১ কোটি টাকা পুরস্কার দেবে। সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, এই টাকা সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

রাজ্যসভার সাংসদ তথা সুরতের ব্যবসায়ী গোবিন্দ ঢোলাকিয়া জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারকে হাতে তৈরি হীরের গয়না এবং রুফটপ সোলার প্যানেল উপহার দেবেন। ফাইনালের আগে বোর্ডকে পাঠানো চিঠিতে মহিলা ক্রিকেটারদের সাহসের প্রশংসা করেছেন তিনি।

Advertisement

বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কর্পোরেট সংস্থার চুক্তির পরিমাণও বেড়ে গিয়েছে। বিশ্বকাপ জেতার কয়েক ঘণ্টার মধ্যে হরমনপ্রীতের সঙ্গে চুক্তি করেছে একটি নির্মাণ সংস্থা। হরমনপ্রীতকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করেছে তারা। স্মৃতি ইতিমধ্যেই অনেক সংস্থার সঙ্গে যুক্ত। বিজ্ঞাপনের জন্য প্রচুর সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুকু জানিয়েছেন, রাজ্যের ক্রিকেটার রেণুকা ঠাকুরকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। মধ্যপ্রদেশ সরকারের তরফে সে রাজ্যের ক্রিকেটার ক্রান্তি গৌড়কেও দেওয়া হবে এক কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement