Rishabh Pant

Temba Bavuma: চতুর্দিকে সমালোচনা! শুধু এক জনের প্রশংসা পেলেন ঋষভ পন্থ

তৃতীয় ম্যাচে হারের জন্য ভারতের স্পিনারদের কৃতিত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বাভুমা মেনে নিয়েছেন উইকেট বোঝার ক্ষেত্রে নিজের ভুলও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:২৬
Share:

ঋষভ পন্থ। ফাইল ছবি।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পর ভারতীয় দলের নেতা হিসেবেও ক্রিকেটপ্রেমীদের মন জিততে পারেননি ঋষভ পন্থ। তাঁর নেতৃত্ব নিয়ে চতুর্দিকে সমালোচনা। ব্যতিক্রম এক জন। তিনি খোদ বিপক্ষ অধিনায়ক তেম্বা বাভুমা।

Advertisement

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মনে করছেন, ঋষভের তুখোড় অধিনায়কত্বের জন্যই তাঁদের মঙ্গলবার হারতে হয়েছে। সাধারণ ক্রিকেটপ্রেমীদের সুরে গলা মিলিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশও। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের কারণ হিসেবে বাভুমা বলেছেন, ‘‘পন্থ তাড়াতাড়ি স্পিনারদের আক্রমণে নিয়ে আসে। সেটাই দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে।’’ মেনে নিয়েছেন এই জায়গায় তিনি পিছিয়ে থেকেছেন, ‘‘আমি স্পিনারদের দেরিতে আক্রমণে এনেছি। ফলে তেমন সুযোগ নিতে পারিনি।’’

অধিনায়ক পন্থের সিদ্ধান্ত কী ভাবে দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে তাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বাভুমা বলেছেন, ‘‘ভারতের স্পিনাররা আমাদের চাপে রেখেছিল। কিন্তু আমরা প্রথম দুটো ম্যাচের মতো পাল্টা চাপ তৈরি করতে পারিনি। উইকেটের সাহায্য পেয়েছে ওদের স্পিনাররা। ওদের কৃতিত্ব দেওয়া উচিত। বেশ ভাল বল করছিল ওরা।’’

Advertisement

পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন ব্যাটিং বিপর্যয়কে। বাভুমা বলেছেন, ‘‘আমরা সব সময় দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি। প্রথম দু’ওভার দেখে খেলার চেষ্টা করি আমরা। তার পরে আগ্রাসী ব্যাটিং করি। দলের শক্তিশালী ব্যাটারদের এটায় সুবিধা হয় ইনিংস এগিয়ে নিয়ে যেতে।’’

সেই কৌশলই কাজে লাগেনি বিশাখাপত্তনমের ম্যাচে। তা হলে কি পরিকল্পনা পরিবর্তন করবে দক্ষিণ আফ্রিকা? উড়িয়ে দিয়ে বাভুমা বলেছেন, ‘‘এই পরিকল্পনা আমাদের অনেক জয় এনে দিয়েছে। মাত্র একটা হারেরই পরিকল্পনা বদল করার মতো বোকা আমরা নই।’’ তাঁর মতে, হারলে অনেক প্রশ্ন ওঠে। তা নিয়ে চিন্তিত নন। প্রথম একাদশে পরিবর্তনেও বিশ্বাসী নন তিনি। বাভুমা মেনে নিয়েছেন, কুইন্টন ডি’ককের খেলতে না পারা তাঁদের বিপক্ষে গিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন