ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
পায়ের চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা না হলেও চলতি অক্টোবরেই তাঁকে দেখা যেতে পারে ২২ গজে। দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ক্রিস ওকসের একটা বল পন্থের পায়ে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। জুতো খুললে বোঝা যায় তাঁর পা ফুলে রয়েছে। পরে জানা যায়, পায়ের হাড়ে চিড় ধরেছে। ওই অবস্থাতেই পরের দিন ব্যাট করতে নামেন তিনি। তবে তার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন পন্থ।
ইংল্যান্ডে এবং দেশে চিকিৎসার পর পন্থ এখন অনেকটাই ফিট। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন রঞ্জি মরসুমে দিল্লির হয়ে খেলতে পারেন পন্থ। তবে সেন্টার অফ এক্সেলেন্সের বিশেষজ্ঞেরা অনুমতি দিলে তবেই খেলতে পারবেন তিনি। বিসিসিআইয়ে এক কর্তা বলেছেন, ‘‘মনে করা হচ্ছে ১০ অক্টোবরের মধ্যে পন্থ ম্যাচ ফিট হয়ে যাবে। যদিও বোর্ডের চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চান না। সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন তাঁরা।’’
অন্য দিকে দিল্লির এক ক্রিকেট কর্তা বলেছেন, ‘‘পন্থ রঞ্জি ট্রফি খেলবে বলে আমাদের জানিয়েছে। সম্ভবত ২৫ অক্টোবর থেকে ওকে পাওয়া যাবে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম মাঠে নামার অনুমতি দিলেই পন্থ আমাদের জানাবে। তার পর ওকে দলে রাখার কথা বিবেচনা করা হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘রঞ্জি ট্রফির প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে পন্থ এখনও কিছু জানায়নি। সেন্টার অফ এক্সেলেন্স থেকে অনুমতি পত্র পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য আমাদের অনুরোধ করেছে। আমাদের প্রথম রঞ্জি ম্যাচ ১৫ অক্টোবর শুরু হবে। সেই ম্যাচে পন্থের খেলার সম্ভাবনা খুব কম। তবে যে ম্যাচ থেকে খেলবে, সেই ম্যাচ থেকে পন্থই দিল্লিকে নেতৃত্ব দেবে।’’
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন পন্থ। ১৪ নভেম্বর থেকে শুরু হবে দু’দলের প্রথম টেস্ট। সব ঠিক থাকলে তার আগে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির দু’টি ম্যাচ খেলবেন পন্থ।