India vs England 2025

খেলা দেখার ফাঁকে যশস্বীর বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন রোহিত, ওভাল দেখল দুই ক্রিকেটারের অটুট বন্ধন

ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে শনিবার মাঠে গিয়েছিলেন রোহিত শর্মা। ছেলের খেলা দেখতে গিয়েছিলেন যশস্বী জয়সওয়ালের বাবা-মাও। খেলা দেখার ফাঁকে তাঁদের সঙ্গেও দেখা করেন প্রাক্তন টেস্ট অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১২:১৪
Share:

(উপরে) যশস্বী জয়সওয়ালের বাবা-মায়ের সঙ্গে রোহিত শর্মা। (নীচে) শতরানের পর রোহিতের উদ্দেশে যশস্বীর ভালবাসা। ছবি: এক্স।

ওভালের দর্শকাসনে শনিবার ছিলেন রোহিত শর্মা। ভারতীয় টেস্ট দলের অধিনায়কের সামনেই তাঁর একটি কীর্তি স্পর্শ করেছেন যশস্বী জয়সওয়াল। ছেলের ষষ্ঠ টেস্ট শতরান মাঠে বসে দেখেছেন যশস্বীর বাবা-মাও। খেলার দেখার ফাঁকে তাঁদের সঙ্গেও দেখা করেন রোহিত।

Advertisement

ইংল্যান্ডে বিরুদ্ধে ভারতীয় ওপেনার হিসাবে টেস্টে চারটি শতরান রয়েছে রোহিত এবং সুনীল গাওস্করের। শনিবার তাঁদের সেই কৃতিত্ব স্পর্শ করেছেন যশস্বী। শতরান পূর্ণ করার পর উচ্ছ্বাসও প্রকাশ করেন যশস্বী। দর্শকাসনে বসা রোহিতের উদ্দেশেও চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে যশস্বীকে। আঙুলের মুদ্রায় প্রাক্তন অধিনায়ককে ভালবাসার চিহ্নও দেখিয়েছেন। জুনিয়র সতীর্থের শতরানে উচ্ছ্বসিত দেখিয়েছে রোহিতকেও।

ভারতীয় দলে ওপেনার হিসাবে যশস্বীকে সুযোগ করে দিয়েছিলেন রোহিতই। বেশ কিছু টেস্টে দু’জনে এক সঙ্গে দলের ইনিংস শুরু করেছেন। শুধু ভারতীয় দল নয়, মুম্বইয়ের হয়েও এক সঙ্গে খেলেছেন রোহিত এবং যশস্বী। স্বাভাবিক ভাবেই তাঁদের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। সিনিয়র রোহিতকে শ্রদ্ধা করেন যশস্বী। রোহিতও তাঁকে স্নেহ করেন। শনিবার ওভালে যশস্বীর শতরানের পর সম্পর্কের সেই ছবি দেখা গিয়েছে। গত আইপিএলের সময় রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও যশস্বীর সঙ্গে সম্পর্কের বন্ধন অটুট। সেই সূত্রে যশস্বীর বাবা-মায়ের সঙ্গেও রোহিতের সুসম্পর্কের কথা জানা ক্রিকেটমহলের।

Advertisement

শনিবার ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন যশস্বীর বাবা-মাও। খেলা দেখার ফাঁকে তাঁদের সঙ্গেও দেখা করেছেন রোহিত। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement