Rohit Sharma

গাড়িতে চোট, দেখেই ভাইকে বকুনি দিলেন রোহিত

শুক্রবার ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে। পুরো পরিবার নিয়ে ওয়াংখেড়েতে গিয়েছিলেন রোহিত। সেই অনুষ্ঠানের পর বেরিয়ে আসার সময় ভাই বিশালকে বকে দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১১:০৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ক্রিকেট ছাড়াও রোহিত শর্মার আরও একটি ভালবাসার জিনিস গাড়ি। শুক্রবার ওয়াংখেড়েতে তাঁর নামে স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে। পুরো পরিবার নিয়ে ওয়াংখেড়েতে গিয়েছিলেন রোহিত। সেই অনুষ্ঠানের পর বেরিয়ে আসার সময় ভাই বিশালকে বকা দিলেন তিনি।

Advertisement

ওয়াংখেড়ের অনুষ্ঠানের পর পরিবার নিয়ে বেরিয়ে আসছিলেন রোহিত। সেই সময় গাড়ি রাখার জায়গায় হঠাৎ দেখতে পান ভাইয়ের গাড়ির একটা অংশ তুবড়ে গিয়েছে। এটা পছন্দ হয়নি রোহিতের। তিনি সঙ্গে সঙ্গে ভাইকে বলেন, “এটা কী?” উত্তরে বিশাল বলেন, “রিভার্স”। রোহিত বলেন, “কার? তোর?”

ক্রিকেটে রিভার্স সুইং খুবই পরিচিত। রোহিতের ভাই মজা করে গাড়ির রিভার্স গিয়ারের সঙ্গে সেটার তুলনা করেছেন। বুঝিয়ে দিয়েছেন রিভার্স করতে গিয়েই গাড়িতে চোট লেগেছে। দুই ভাইয়ের মধ্যে হওয়া এই কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

তার আগে রোহিতের নামে নতুন স্ট্যান্ডের উদ্বোধন হয়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ নামে এত দিন যা পরিচিত ছিল, শুক্রবার থেকে সেটাই পরিচিত হবে নতুন নামে। রোহিতের বাবা-মা সেই স্ট্যান্ডের উদ্বোধন করেন।

স্ট্যান্ড উদ্বোধন করার পর রোহিত বলেন, “আজ যা হচ্ছে তা কোনও দিন স্বপ্নেও দেখিনি। ছোটবেলায় মুম্বইয়ের হয়ে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কেউ এ সব জিনিস আগে থেকে ভাবে না। বাকি ক্রীড়াবিদদের মতো আমারও বরাবর লক্ষ্য ছিল দেশের হয়ে সেরাটা দেওয়া। দেশের সেবা করা। সেটা করতে গিয়ে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। অনেক মাইলফলক তৈরি হয়। তবে এ ধরনের সম্মান (স্ট্যান্ড) আলাদা অনুভূতি এনে দেয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement