Rohit Sharma

Rohit Sharma: অনুশীলনে চোট পেলেন রোহিত, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে চিন্তা ভারতীয় শিবিরে

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বাধ্যতামূলক নিভৃতবাসে চলে গেল গোটা ভারতীয় দল। তবে তার আগে হালকা চিন্তা দেখা দিল ভারতীয় শিবিরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৮:২৬
Share:

চোট পেলেন রোহিত। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বাধ্যতামূলক নিভৃতবাসে চলে গেল গোটা ভারতীয় দল। তবে তার আগে হালকা চিন্তা দেখা দিল ভারতীয় শিবিরে। অনুশীলন করতে গিয়ে চোট পেলেন রোহিত শর্মা। থ্রো ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। আচমকা একটি বল লাফিয়ে উঠে সরাসরি রোহিতের গ্লাভসে লাগে। আঙুলের ব্যথায় ছটফট করতে থাকেন রোহিত। প্রাথমিক চিকিৎসার পরও উদ্বেগ কাটেনি। ফলে ইতিমধ্যেই গুজরাতের প্রিয়ঙ্ক পঞ্চালের সঙ্গে যোগাযোগ করে তাঁকে তৈরি থাকতে বলেছে বোর্ড।

Advertisement

নিভৃতবাসে যাওয়ার আগে শেষ বার কড়া অনুশীলন করল ভারতীয় দল। মুম্বইয়ের নেটে হাজির ছিলেন অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শার্দূল ঠাকুর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলেননি রহাণে। সোমবার প্রায় ৪৫ মিনিট ধরে নেটে পড়ে থাকলেন তিনি। থ্রো ডাউন বিশেষজ্ঞদের একের পর এক বল সামলালেন।

রহাণের পরেই নেটে ঢোকেন রোহিত। উল্টো দিকে ছিলেন থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু। আচমকাই রঘুর একটি বল লাফিয়ে উঠে রোহিতের গ্লাভসে লাগে। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। তবে কিছুক্ষণ পরেই সামলে নেন তিনি। এর পর অনুশীলন দেখতে হাজির জনতার সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে নিজস্বীও তোলেন। তবে পরের দিকে জানা যায়, তাঁর ব্যথা বেড়েছে। তাই রোহিত যে সুস্থ, তা এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না।

Advertisement

অনুশীলনে রঘুর বল সাধারণত একটু বেশিই লাফায়। এর আগে রহাণের আঙুল ভেঙেছিল রঘুর থ্রো ডাউন খেলতে গিয়ে। সোমবার আক্রান্ত হয়েছেন রোহিত। এই চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি ছিটকে যান কিনা, সেটাই এখন দেখার।

নিভৃতবাসে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা একে অপরের সঙ্গে মজা, খুনসুটিতে মেতে ওঠেন। পন্থ বিভিন্ন সতীর্থের পিছনে লাগতে থাকেন। আগামী ১৬ ডিসেম্বর বিশেষ চার্টার্ড বিমানে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন