LSG Appoints New Spin Bowling Coach

গোয়েন্‌কার আইপিএল দলে নতুন সহকারী কোচ! কেকেআরের আরও এক প্রাক্তন যোগ দিলেন লখনউয়ে

কলকাতা নাইট রাইডার্স থেকে ভরত অরুণ আগেই যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। এ বার কেকেআর থেকে লখনউয়ে গেলেন আরও এক সহকারী কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৭:২৬
Share:

সঞ্জীব গোয়েন্‌কা। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামের আগে কোচেদের দল গুছিয়ে নিচ্ছে লখনউ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্স থেকে ভরত অরুণ বোলিং কোচ হিসাবে আগেই যোগ দিয়েছিলেন সেখানে। এ বার কেকেআর থেকে সঞ্জীব গোয়েন্‌কার আইপিএল দলে গেলেন আরও এক সহকারী কোচ।

Advertisement

গত মরসুমে কলকাতার স্পিন বোলিং কোচ কার্ল ক্রো যোগ দিয়েছেন লখনউয়ে। মঙ্গলবার এক্স হ্যান্ডলে সে কথা জানিয়েছে লখনউ। ২০২৪ সাল থেকে কেকেআরে ছিলেন ক্রো। সে বার কেকেআরের আইপিএল জয়ের নেপথ্যে বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের স্পিন জুটির বড় ভূমিকা ছিল। কেকেআরকে সাফল্য দেওয়া স্পিন বোলিং কোচকে সই করিয়েছে লখনউ।

গোটা বিশ্বের লিগ ক্রিকেটে স্পিন বোলিং কোচ হিসাবে নাম রয়েছে ক্রোয়ের। আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ লিগ, টি২০ ব্লাস্ট, গ্লোবাল টি২০ কানাডা লিগেও কোচিং করান তিনি। ৫০ বছরের ক্রোয়ের অনুশীলনের পদ্ধতি আলাদা। শোনা যায়, তিনি নেটে ইচ্ছা করে স্পিন বোলারদের খারাপ বল করতে বলেন। যাতে চাপের মধ্যে বলের নিয়ন্ত্রণ ভাল থাকে। সেই পদ্ধতি কাজে লেগেছে। এ বার লখনউকেও সাফল্য দিতে চান তিনি।

Advertisement

ইংল্যান্ডের হয়ে দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলেছেন ক্রো। ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। তার পরেও ইংল্যান্ডের জাতীয় দলে কোনও দিন খেলা হয়নি তাঁর। যদিও কোচ হিসাবে সফল তিনি।

১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের ছোট নিলাম। তার আগে কোচিং দল গুছিয়ে ফেলেছেন গোয়েন্‌কা। জাস্টিন ল্যাঙ্গারই রয়েছেন তাঁর দলের প্রধান কোচ। পাশাপাশি টপ মুডিকে ক্রিকেট ডিরেক্টর ও কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজ়র হিসাবে আনা হয়েছে। সহকারী কোচ করা হয়েছে ল্যান্স ক্লুজ়নারকে। বোলিং কোচ হিসাবে অরুণের পর এ বার ক্রোকেও সই করিয়েছে তারা।

ইতিমধ্যেই নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে লখনউ। কয়েক দিন আগে সেই ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন গোয়েন্‌কা। সেখানে কোচদের পাশাপাশি গত মরসুমে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থও রয়েছেন। এই ছবি থেকে পরিষ্কার, গত মরসুমে ব্যর্থ হলেও সেই পন্থের উপরেই ভরসা রাখছেন গোয়েন্‌কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement