Sanju Samson

অনুশীলনে ব্যাট করার ডাকই পেলেন না, এশিয়া কাপে সঞ্জুর খেলার সম্ভাবনা আরও কমছে, উইকেটকিপিং করবেন কে?

দুবাইয়ে এশিয়া কাপের প্রস্তুতিতে মগ্ন ভারত। তব যত দিন যাচ্ছে, সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। টি-টোয়েন্টিতে তিনটি শতরান করা উইকেটকিপারকে বাদ দিয়েই দল সাজানোর ভাবনাচিন্তা করছেন গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৮
Share:

সঞ্জু স্যামসন। ছবি: সমাজমাধ্যম।

দুবাইয়ে এশিয়া কাপের প্রস্তুতিতে মগ্ন ভারত। তব যত দিন যাচ্ছে, সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। টি-টোয়েন্টিতে তিনটি শতরান করা উইকেটকিপারকে বাদ দিয়েই দল সাজানোর ভাবনাচিন্তা করছেন গৌতম গম্ভীর। অনুশীলন দেখে সেটাই স্পষ্ট হচ্ছে। উইকেটরক্ষক হিসাবে খেলার দৌড়ে এগিয়ে জিতেশ শর্মা।

Advertisement

সোমবার অনুশীলনে শুরুতে একা একাই উইকেটকিপিংয়ের অনুশীলন করেন সঞ্জু। অত্যন্ত মনোযোগী দেখাচ্ছিল তাঁকে। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ নেওয়ার জন্য সতীর্থদের প্রশংসাও পান। এর পরেই কোচ গৌতম গম্ভীর সঞ্জুর দিকে এগিয়ে যান। প্রায় তিন মিনিট দু’জনের কথা হয়। উইকেটকিপিং নয়, সঞ্জুর ব্যাটিং নিয়েই কথা হয়েছে বলে বোঝা গিয়েছে।

শরীরীভাষা দেখে যদি কিছু বোঝা যায়, তা হলে জিতেশই প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। ক্লাব হাউস থেকে বেরিয়ে শিবম দুবে, তিলক বর্মা এবং হার্দিক পাণ্ড্যদের সঙ্গে তিনি নেটে অনেক ক্ষণ ব্যাট করে। সেই সময় ব্যাট করার জন্য তৈরি ছিলেন সঞ্জুও। কিছু ক্ষণ অপেক্ষা করার পর তিনি নেটের পাশ থেকে চলে যান। ক্লাব হাউসের পাশে একটি পাম গাছের নীচে গিয়ে বসে পড়েন।

Advertisement

শুভমন গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা একাধিক বার ব্যাটিং অনুশীলন করেছেন। কিন্তু সঞ্জুকে কেউ ডাকেনইনি। পরে যখন সঞ্জু বুঝতে পারেন ব্যাট করতে পারবেন না, তিনি একটি আইস বক্সের উপর গিয়ে বসে পড়েন। ব্যাটিংয়ের পাশাপাশি শিবমকে বল করতেও দেখা যায়। সকলের অনুশীলন হয়ে যাওয়ার পর নেট বোলারদের সামনে কয়েকটি বল খেলে ফিরে যান সঞ্জু।

একই অবস্থা রিঙ্কু সিংহেরও। তিনিও অনুশীলনে ব্যাট করেননি। একদম শেষ দিকে থ্রো ডাউন নিতে দেখা যায় তাঁকে।

এশিয়া কাপে ব্যাটিং বিভাগে গভীরতা চাইছেন গম্ভীর। তাই সঞ্জুর থেকে এ ব্যাপারে এগিয়ে জিতেশ, যিনি আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ভাল খেলেছেন। এশিয়া কাপে তাঁকে দেখে নিতে চান। তাই সম্ভাবনা কমছে সঞ্জুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement