Pakistan Cricket Board

জামাইকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতেই ক্ষুব্ধ শ্বশুর, পাকিস্তান বোর্ডকে নিশানা আফ্রিদির

শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আবার বাবর আজ়মকে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। পাক বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শাহিনের শ্বশুর শাহিদ আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৬:৩৫
Share:

শাহিন শাহ (বাঁ দিকে) ও শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র।

ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি। রবিবার শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আবার বাবর আজ়মকে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। পাক বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শাহিনের শ্বশুর।

Advertisement

রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, বাবরকে পাকিস্তানের এক দিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সর্বসম্মতিতে বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বোর্ডের এই সিদ্ধান্ত মানতে পারেননি আফ্রিদি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, “নির্বাচক কমিটিতে এত অভিজ্ঞ ক্রিকেটার থাকার পরেও এই সিদ্ধান্তে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখনও মনে করি, যদি নেতৃত্বে বদল করতেই হত তা হলে সব থেকে ভাল বিকল্প ছিল (মহম্মদ) রিজ়ওয়ান। কিন্তু এখন তো সিদ্ধান্ত হয়ে গিয়েছে।” যদিও বাবরকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আফ্রিদি।

Advertisement

ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে ব্যর্থতার পরে গত বছর ডিসেম্বর মাসে বাবরকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় শাহিনকে। তার পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হারে পাকিস্তান। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে শাহিনের নেতৃত্বাধীন লাহৌর কলন্দর্স সবার নীচে শেষ করে। তার পরেই শাহিনের উপর ভরসা হারায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাত্র একটি সিরিজ়ের পরেই তাঁকে সরিয়ে আবার বাবরকে অধিনায়ক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন