ICC Champions Trophy 2025

বাংলাদেশের ১৫ জনের দলে জায়গা হল না শাকিবের, চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হবে না প্রাক্তন অধিনায়কের?

শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে। বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কিছু দিন আগে পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষার ফল এখনও হাতে পাননি শাকিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সম্ভবত খেলা হচ্ছে না শাকিব আল হাসানের। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে নাম নেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের।

Advertisement

শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কিছু দিন আগে। তাই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে দ্বিধায় ছিলেন বাংলাদেশের নির্বাচকেরা। সেপ্টেম্বর মাসে সারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশন ধরা পড়েছিল শাকিবের। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলার শাকিবকে নিষিদ্ধ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। তিনি প্রথমে ইংল্যান্ডের লবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সেখানে পাশ করতে পারেননি। তার পরে চেন্নাইয়ে আইসিসি-র অনুমোদিত কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে গিয়েছেন। সেই পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের নির্বাচকেরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণার শেষ দিন ছিল রবিবার। তাই শাকিবের পরীক্ষার ফলের জন্য আর অপেক্ষা করতে চাননি বাংলাদেশের নির্বাচকেরা। তাঁকে ছাড়াই এ দিন ১৫ জনের দল ঘোষণা করে দিলেন তাঁরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা একদম শেষ হয়ে যায়নি শাকিবের। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করতে হবে। সেই পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তনও করা যাবে। তার মধ্যে শাকিব বল করার ছাড়পত্র পেয়ে গেলে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেন। তবে তা নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা এবং নির্বাচকদের সিদ্ধান্তের উপর। শাকিব জায়গা না পেলেও পারভেজ় হোসেন ইমন, নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারদের দলে রাখা হয়েছে। টানা ব্যর্থতার জন্য দলে জায়গা পাননি লিটন দাস।

Advertisement

গত বছর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি ৩৭ বছরের অভিজ্ঞ অলরাউন্ডার। একটি খুনের মামলায় নাম জড়িয়ে যাওয়ায় গ্রেফতার হওয়ার আশঙ্কায় দেশেও ফিরতে পারেননি।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)। সৌম্য সরকার, তানজ়িদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মহম্মদ মাহমুদুল্লাহ, জাকের আলি অনীক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ় হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান শাকিব এবং নাহিদ রানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement