India Vs Pakistan in Asia Cup 2025

‘ভাবো বাংলাদেশের বিরুদ্ধে খেলছ!’ ফাইনালের আগে পাকিস্তানকে পরামর্শ আখতারের, এক ক্রিকেটারকে বাদ দেওয়ার আর্জি ইউনিসের

এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ‘টোটকা’ দিয়েছেন পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস। কী বলেছেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩২
Share:

পাকিস্তানের ক্রিকেট দল। —ফাইল চিত্র।

পাকিস্তান ক্রিকেট দল পাশে পেয়েছে দুই প্রাক্তন ক্রিকেটারকে। এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ‘টোটকা’ দিয়েছেন শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস। ভারতের এক ক্রিকেটারকে আউট করার দিকে নজর দিতে বলেছেন আখতার। অন্য দিকে ইউনিস আবার এক ক্রিকেটারকে বাদ দিয়ে দল নামানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement

একটি অনুষ্ঠানে এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আখতার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে খেলছি ভাবলে চলবে না পাকিস্তানকে। তিনি বলেন, “নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভাবলে চলবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছ। ভাবতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে খেলছ। ২০ ওভার বল করার কথা ভাববে না। ওদের অল আউট করার কথা ভাববে।”

অভিষেক শর্মাকে তাড়াতাড়ি আউট করার পরামর্শ দিয়েছেন আখতার। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ বলে ৭৪ রান করেছিলেন অভিষেক। সেই ইনিংসে ভর করে জিতেছিল ভারত। আখতারের মতে, অভিষেক তাড়াতাড়ি আউট হয়ে গেলে ভারত চাপে পড়ে যাবে। তিনি বলেন, “আমার কথা মাথায় রেখো। প্রথম দুই ওভারের মধ্যে অভিষেককে আউট করে দিলে ওরা চাপে পড়ে যাবে। এমন তো নয় যে অভিষেকের সব শট গ্যালারিতে গিয়ে পড়বে। ও সুযোগ দেবে। সেটা কাজে লাগাতে হবে। শুরু থেকেই অভিষেককে আউট করার জন্য ঝাঁপাতে হবে।”

Advertisement

ইউনিসের মতে, পাকিস্তানের উচিত সাইম আয়ুবকে ফাইনালে না খেলানো। চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে চার বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। বল ভাল করলেও ব্যাট হাতে তিনি দলকে ডোবাচ্ছেন বলে মনে করেন ইউনিস। সম্প্রচারকারী চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি আগেই বলেছিলাম ওকে বাদ দিতে। এমন নয় যে ওর প্রতিভা নেই। ও পাকিস্তানের ভবিষ্যৎ। কিন্তু এখন ও ফর্মে নেই। ওর মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। ওর জন্য দলের ক্ষতি হচ্ছে। কোনও কোনও সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানকে ফাইনালে সেটাই নিতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement