Shreyas Iyer Injured

ক্যাচ ধরতে গিয়ে চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল শ্রেয়সকে, কেমন আছেন ভারতীয় ক্রিকেটার?

সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচের মাঝে চোট পেলেন শ্রেয়স আয়ার। একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। কী হয়েছে তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:০৬
Share:

এই ক্যাচ ধরতে গিয়েই চোট পেয়েছেন শ্রেয়স। ছবি: পিটিআই।

সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচের মাঝে চোট পেলেন শ্রেয়স আয়ার। একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচের বাকি সময়ে আর অংশ নিতে পারেননি তিনি। তাঁর চোট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তবে এই মুহূর্তে শ্রেয়সের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Advertisement

তখন অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৪তম ওভার চলছিল। শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। হর্ষিত রানার একটি বল আলেক্স ক্যারের ব্যাটের কানায় লেগে উঠে যায়। শ্রেয়স দৌড়তে থাকেন ক্যাচ ধরবেন বলে। পিছনে ছুটতে ছুটতে তিনি ক্যাচটি ধরেও ফেলেন। তবে টাল সামলাতে না পেরে খারাপ ভাবে মাটিতে পড়েন। তাঁর কোমর মাটিতে আছড়ে পড়ে।

ব্যথা যে লেগেছে সেটা বোঝা যাচ্ছিল শ্রেয়সের মুখ দেখেই। উৎসব করা তো দূর, উঠতেই পারছিলেন না তিনি। সতীর্থেরা ঘিরে ধরেন তাঁকে। ছুটে আসেন চিকিৎসক কমলেশ জৈনও। কোনও মতে চিকিৎসক এবং সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ান শ্রেয়স। ধীরে ধীরে মাঠ ছাড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্ক্যান করা হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে।

Advertisement

বোর্ড জানিয়েছে, শ্রেয়সের পাঁজরের বাঁ দিকে চোট লেগেছে। হাসপাতালে বাকি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। চোট গুরুতর নয় বলেই আপাতত খবর। বাকি সময়ে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল ফিল্ডিং করেন। শ্রেয়স ব্যাট করতে নামার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতকে জিতিয়ে দেন।

শ্রেয়স চোট পেলেও ভারতের ফিল্ডিং শনিবার ভালই হয়েছে। শ্রেয়স ছাড়াও ভাল একটি ক্যাচে ম্যাট শর্টকে ফেরান কোহলি। রোহিতও স্লিপে ভাল একটি ক্যাচ নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement