(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা। শুভমন গিল (ডান দিকে)। ছবি: পিটিআই।
চার দিন পর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারতের মহিলা দল। তারা কতটা ভাল খেলবে তা অনেকটাই নির্ভর করছে স্মৃতি মন্ধানার ফর্মের উপর। বিশ্বকাপের আগে সেই স্মৃতির প্রতি মুগ্ধ শুভমন গিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিনের সঙ্গে স্মৃতির তুলনা করেছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ়ে ১-২ হেরেছে ভারত। তবে নজর কেড়েছেন স্মৃতি। দু’টি শতরান-সহ সিরিজ়ে ৩০০ রান করেছেন তিনি। তৃতীয় ম্যাচে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে শতরান করে টপকে গিয়েছেন বিরাট কোহলিকে।
বোর্ডের প্রকাশিত এক ভিডিয়োয় শুভমন বলেছেন, “স্মৃতি যে ভাবে খেলে তা দেখে ড্যামিয়েন মার্টিনের কথা মনে পড়ে যায়। ওর মধ্যে সেই অলস, ধীর ছোঁয়াটা রয়েছে। টেকনিকের সাহায্যে আপনি কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন। তবে যখন চাপে পড়বেন বা পরিস্থিতি কঠিন থাকবে, তখন ওই মানসিকতা আপনাকে সাহায্য করবে।”
শুভমনের পরামর্শ, স্মৃতি যে ভাবে খেলছেন ঠিক সে ভাবেই বিশ্বকাপে খেলা উচিত। ভারতের টেস্ট অধিনায়কের কথায়, “আমি ওকে কোনও পরামর্শ দিতে চাই না। ও নিজের মতো খেলুক এবং যে ভাবে এগিয়ে যাচ্ছে সে ভাবেই এগোক।”
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচে খেলেননি মন্ধানা। শনিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলেন কি না সেটাই দেখার। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৩০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে।