শুভমন গিল। ছবি: বিসিসিআই।
টসের পর মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যের সঙ্গে হাত মেলানো নিয়ে বিতর্কে জড়ান শুভমন গিল। গুজরাত টাইটান্স অধিনায়কের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন শুভমন। সমাজমাধ্যমে শুভমন জানালেন হার্দিকের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা।
শুভমন জানিয়েছেন, হার্দিকের সঙ্গে তাঁর কোনও দূরত্ব নেই। তাঁদের মধ্যে কোনও ঝামেলাও নেই। হার্দিকের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেছেন শুভমন। একটি আইপিএলের। তাতে দু’জনকে পাশাপাশি জড়িয়ে ধরে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর একটি ভারতীয় দলের জার্সিতে। তাতে গত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে এক সঙ্গে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে দু’জনকে। ছবির সঙ্গে শুভমন লিখেছেন, ‘‘ভালবাসা ছাড়া কিছুই নেই’’ সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজিও। পরে বন্ধনীর মধ্যে শুভমন আরও লিখেছেন, ‘‘ইন্টারনেটে যা যা দেখেন, তার সব কিছু বিশ্বাস করবেন না।’’ ভারতের নতুন টেস্ট অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনা ভিত্তিহীন। তাঁরা দু’জন ভাল বন্ধু।
শুক্রবার পঞ্জাবের মুল্লানপুরে আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল গুজরাত এবং মুম্বই। ম্যাচ শুরুর আগে টসের সময়ের একটি ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়। টস হওয়ার পরেই শুভমন ঘুরেছিলেন হার্দিকের দিকে। কিছুটা হাত এগিয়েও দিয়েছিলেন গুজরাতের অধিনায়ক। হার্দিক ভেবেছিলেন শুভমন হাত মেলাবেন বলে ঘুরেছেন। মুম্বই অধিনায়ক হাত এগিয়েও দিচ্ছিলেন। কিন্তু বুঝতে পারেন শুভমন হাত মেলাবেন না। এর পর দু’জনে প্রায় একই সময় হাত সরিয়ে নেন। যদিও পরে দু’জনকে হাত মেলাতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালে দু’জনেই গুজরাতের হয়ে আইপিএল খেলেন। সে বার হার্দিকই ছিলেন অধিনায়ক। তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর গুজরাতের নেতৃত্ব পেয়েছেন শুভমন।