Smriti Mandhana

মন্ধানার শতরান, বোলারদের দাপট, শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ়‌ জিতল হরমনপ্রীতের ভারত

ব্যাটিং এবং বোলিং— দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত। স্মৃতি মন্ধানার শতরান এবং বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরে জিতেছে ভারত। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯৭ রানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ২৩:০৬
Share:

শতরানের পর মন্ধানা। ছবি: পিটিআই।

ব্যাটিং এবং বোলিং— দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত। স্মৃতি মন্ধানার শতরান এবং বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরে জিতেছে ভারত। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯৭ রানে।

Advertisement

আগে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে ৩৪২ রান তোলে ভারত। এর পর বিপক্ষকে আটকে দেয় ২৪৫ রান। ভাল বল করেন স্নেহ রানা (৪-৩৮) এবং অমনজ্যোত কউর (৩-৫৪)। শ্রীলঙ্কার হয়ে লড়াই করেন চামারি আতাপাত্তু (৫১) এবং নীলাক্ষিকা সিলভা (৪৮)।

ভারত ব্যাটিং করার সময় ভাল গরম ছিল। রোদে ব্যাট করতে নেমে একাধিক বার পেশিতে টান ধরে মন্ধানার। সে সব সামলেই ১০১ বলে ১১৬ রান করেন তিনি। আগের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন। ১৫টি চার এবং ২টি ছয় মেরেছেন মন্ধানা। এক দিনের ক্রিকেটে ১১তম শতরান হল তাঁর।

Advertisement

প্রতীকা রাওয়াল (৩০) দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে হরলীন দেওলের সঙ্গে ১২০ রানে জুটি গড়েন মন্ধানা। চারে নেমে জেমাইমা রদ্রিগেস ২৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। চালিয়ে খেলেন হরমনপ্রীত কউরও (৪১)। ভারত শেষ ১০ ওভারে ৯০ রান তোলে।

শ্রীলঙ্কার ইনিংসে তৃতীয় বলেই ফেরেন হাসানি পেরেরা। আতাপাত্তু এবং ভিশমি গুণরত্নে হাল ধরলেও বেশি ক্ষণ টিকতে পারেননি কেউই। বড় রান তাড়া করতে নেমে ক্রিজ়ে যে ধৈর্য দেখানোর দরকার ছিল, শ্রীলঙ্কার কেউই তা দেখাতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement