Sourav Ganguly

সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন, ঘোষণা সৌরভের

তিন বছর আগেও তিনি বলেছিলেন সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। কিন্তু শেষমেশ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সেই জায়গা ছেড়ে দেন। এ বার সিএবির নির্বাচন ২০ সেপ্টেম্বর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ০৬:২৮
Share:

চর্চায়: সিএবির দায়িত্বে দেখা যেতে পারে সৌরভকে। —ফাইল চিত্র।

সিএবি প্রেসিডেন্ট পদে আরও এক বার লড়বেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে বেরোনোর সময় সাংবাদিকদের এ বিষয়ে জানিয়ে যান সৌরভ।

তিনি বলেন, ‘‘আমি এ বার সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি।’’

তিন বছর আগেও তিনি বলেছিলেন সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। কিন্তু শেষমেশ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সেই জায়গা ছেড়ে দেন। এ বার সিএবির নির্বাচন ২০ সেপ্টেম্বর। শেষমেশ সৌরভ প্রেসিডেন্ট পদে লড়েন কি না সেটাই দেখার।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবির প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন। আবারও কি তাঁকে ক্রিকেট প্রশাসনে আসতে দেখা যাবে? তা সময়ই বলবে। তবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যে এ বার প্রেসিডেন্ট হচ্ছেন না, তা বলে দেওয়াই যায়। সৌরভের বিপক্ষে প্রেসিডেন্ট হিসেবে কোনও প্রার্থী নাম নথিভুক্ত করেন কি না সেটাই দেখার।

এ দিকে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ সিংহ ও হরভজন সিংহকে। ৩০ অগস্ট হবে এই অনুষ্ঠান। জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউকে। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন সুদীপ কুমার ঘরামি। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার তনুশ্রী সরকার।

মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেষ বারের ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচের লিগ ফাইনালে দু’দল থেকেই চার জন করে ক্রিকেটারকে নির্বাসিত করা হবে। কারণ, সে ম্যাচে একাধিক ঝামেলা হয়েছিল। ইস্টবেঙ্গল এক ঘণ্টায় মাত্র তিন ওভার বল করেছিল। ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতিও হয়। যার জেরেই এই শাস্তির ঘোষণা সিএবির।

দু’দলে যাঁরা নির্বাসিত হচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়, সূরজ সিন্ধু জায়সওয়ালের মতো ক্রিকেটারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন