রাঁচীতে নিরাপত্তা ভেঙে মাঠে নেমে বিরাট কোহলিকে প্রণাম এক ভক্তের। ছবি: এক্স।
কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে গেলেও বিরাট কোহলির জনপ্রিয়তায় যে একটুও ভাটা পড়েনি তা বার বার প্রমাণ করে দিচ্ছেন তাঁর ভক্তেরা। বার বার নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়ছেন তাঁরা। কোহলি যে এখনও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। গত তিন বছরে তিন বার তাঁকে ছুঁতে মাঠে ঢুকেছেন দর্শক। দু’বার নিখাদ কোহলি-ভক্ত মাঠে ঢুকেছেন। এক বার এক দর্শক রাজনৈতিক প্রচারের জন্য কোহলিকে জড়িয়ে ধরেছেন।
ন’মাস পর ভারতের মাটিতে এক দিনের ম্যাচ খেলতে নেমে জাত চিনিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন তিনি। কোহলি শতরান পূর্ণ করে তখন সবে ব্যাট নামিয়ে, গ্লাভস খুলে উল্লাস করছেন, হঠাৎ তাঁর কাছে গিয়ে হাজির হন এক যুবক। সোজা কোহলির পায়ে গিয়ে পড়েন তিনি। কোহলি একটু চমকে উঠলেও যুবককে তোলার চেষ্টা করেন। তার মধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। তাঁরা যুবককে মাঠ থেকে বার করে নিয়ে যান।
এর আগেও দু’বার এই ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে এক বার কোহলিকে ছোঁয়ার জন্যই মাঠে ঢুকেছিলেন এক ভক্ত। অপর ক্ষেত্রে অবশ্য কোহলিকে জড়িয়ে ধরার কারণ ছিল রাজনৈতিক। কোহলির কাছে পৌঁছোতে পারলে তাঁর স্লোগানের প্রচার বেশি হবে বলেই সেটা করেছিলেন এক দর্শক।
অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে তখন ব্যাট করছেন কোহলি। ১৪তম ওভারের মাঝে বিশ্বকাপ ফাইনালের কড়া নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন এক যুবক। তাঁর মুখে একটি রুমাল বাঁধা ছিল। পরনে ছিল টি-শার্ট। সেখানে লেখা “যুদ্ধ থামাও। প্যালেস্টাইনকে স্বাধীন করো।” তিনি ঢুকে কোহলিকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা সেই যুবককে ধরে নিয়ে যান। কিছু ক্ষণ বন্ধ থাকে খেলা। কোহলিকে জড়িয়ে ধরলেও যুবকের মাঠে নামার উদ্দেশ্য হয়তো ছিল রাজনৈতিক। প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বার্তা দিতেই নেমেছিলেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছেন এক যুবক। ছবি: এক্স।
ইডেনে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ চলছিল। হঠাৎ গ্যালারির কাঁটাতার টপকে মাঠে নেমে পড়েন এক যুবক। সোজা কোহলির কাছে গিয়ে তিনিও মাঠে শুয়ে পড়ে জড়িয়ে ধরেন ক্রিকেটারের পা। তত ক্ষণে নিরাপত্তারক্ষীরা তাঁর কাছে পৌঁছে গিয়েছেন। কোহলি কিন্তু সেই যুবককে বুকে জড়িয়ে নেন। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, সাবধানে তাঁকে নিয়ে যেতে। পরে সেই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, তাঁর নাম ঋতুপর্ণ পাখিরা। তিনি জানান, কোহলি তাঁর কাছে ‘ইশ্বর’। সেই ঈশ্বরকে এক বার ছোঁয়ার জন্যই তিনি মাঠে নেমেছিলেন। আর সেটা করতে গিয়ে যে শাস্তি তিনি পেয়েছেন, তা খুবই সামান্য।
আইপিএলের ম্যাচের মাঝে ইডেনে মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরেছেন এক ভক্ত। ছবি: এক্স।
২০২৩ থেকে ২০২৫, কোহলির টানে বার বার শাস্তি হবে জেনেও মাঠে ঢুকেছেন দর্শক। জড়িয়ে ধরেছেন তাঁকে। গত কয়েক বছরে ভারতের মাটিতে এই দৃশ্য আর কোন ক্রিকেটারের জন্য দেখা গিয়েছে, মনে পড়ছে না।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন তিনি। ২০২৭ সালের বিশ্বকাপ খেলা তাঁর লক্ষ্য। কিন্তু তার নিশ্চয়তা নেই। কোহলির কেরিয়ার শেষ দিকে। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যে তিনিই, তা বার বার প্রমাণ করছেন কোহলি।