IPL 2025

আইপিএলে নতুন ব্যাটার নিয়েছেন শুভমনেরা, কিন্তু নিয়মের গেরোয় খেলাতে পারবেন না লিগ পর্বে

আইপিএলের লিগ পর্বে খেলতে পারবেন না শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। শুধু মাত্র প্লে-অফেই খেলার সুযোগ পাবেন তিনি। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১১:৩৯
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

জস বাটলারের পরিবর্তে কুশল মেন্ডিসকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। কিন্তু আইপিএলের লিগ পর্বে খেলতে পারবেন না শ্রীলঙ্কার ব্যাটার। শুধু মাত্র প্লে-অফেই খেলার সুযোগ পাবেন তিনি। কেন?

Advertisement

গুজরাতের হয়ে এ বারে ধারাবাহিক ভাবে রান করছেন বাটলার। দুই ওপেনার শুভমন গিল এবং সাই সুদর্শনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন তিনি। এই তিন জনের ব্যাটে ভর করেই এ বারের আইপিএলে দুরন্ত ফর্মে গুজরাত। কিন্তু ভারত-পাক সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে। তাতেই তৈরি হয়েছে সমস্যা। বেশ কিছু ক্রিকেটার খেলতে পারবেন না দেশের হয়ে ম্যাচ থাকায়। সেই সমস্যাতেই পড়েছেন বাটলার। তিনি লিগ পর্বের পর আর আইপিএল খেলবেন না।

বাটলার প্লে-অফের আগে দেশে ফিরে যাবেন। লিগ পর্বে গুজরাতের শেষ ম্যাচ ২৫ মে। সেই ম্যাচ পর্যন্ত খেলবেন বাটলার। তাঁর পরিবর্তে মেন্ডিসকে নিয়েছে গুজরাত। সেই কারণে বাটলার দেশে ফিরে যাওয়ার পর খেলার ছাড়পত্র পাবেন তিনি।

Advertisement

এই মরসুমে আইপিএল পিছিয়ে যাওয়ায় অনেক বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন না। ভারত-পাক সংঘাতের আবহে অনেকে খেলতে আসতে চাইছেন না। এমন অবস্থায় আইপিএল কর্তৃপক্ষ পরিবর্ত ক্রিকেটার নেওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু এই পরিবর্ত ক্রিকেটার তখনই খেলতে পারবেন, যখন মূল ক্রিকেটার থাকবেন না। সেই সঙ্গে এই পরিবর্ত ক্রিকেটারকে আগামী আইপিএলের জন্য রাখা যাবে না। শুধুমাত্র এই আইপিএলের জন্যই তাঁদের নেওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement