Jasprit Bumrah

বুমরার পিঠে চোট, উদ্বেগ গাওস্করের

পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই মুহূর্তের সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারকে বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মার্ক ওয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৯
Share:

সতর্ক: প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হল বুমরাকে। ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলে যে কয়েকটা পরিবর্তন হবে, তা জানাই ছিল। ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্য এই সিরিজ়ে বিশ্রামে আছেন। দীপক হুডার চোট। কিন্তু টসের সময় রোহিত শর্মা যে খবরটা দিলেন, তাতে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়তে পারে। বুধবার সকালে বুমরার পিঠে একটু সমস্যা দেখা দেওয়ায় এই পেসারকে প্রথম ম্যাচে বিশ্রামদেওয়া হয়েছে।

Advertisement

এশিয়া কাপে চোটের জন্য খেলেননি বুমরা। বিশ্রাম নিয়ে ফিরে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টো ম্যাচ খেলেছিলেন। তার পরেই আবার চোটের শিকার হলেন। সুনীল গাওস্কর বলছিলেন, ‘‘বুমরার চোটটা না উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।’’ ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সকালে বুমরা পিঠের সমস্যার কথা জানায়। তার জায়গায় দীপক চাহারকে খেলানো হচ্ছে।’’ এ দিন ভারতীয় দলে ফিরে এলেন আর অশ্বিন, ঋষভ পন্থ এবং আরশদীপ সিংহ। হার্দিক না থাকায় এক জন বাড়তি ব্যাটসম্যান খেলাচ্ছে ভারত। টস জিতে ফিল্ডিং নিয়ে রোহিত বলছিলেন, ‘‘আমরা চেষ্টা করছি, বিশ্বকাপের আগে দলের সবাইকে ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার।’’

এ দিকে, পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই মুহূর্তের সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারকে বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মার্ক ওয়। যার মধ্যে রয়েছে ভারতের যশপ্রীত বুমরা।

Advertisement

চোটের জন্য এশিয়া কাপে বাইরে থাকা বুমরা অস্ট্রেলিয়া সিরিজ়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তাঁকে মোটামুটি ছন্দে দেখিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলেননি বুমরা। মার্ক ওয় বলেছেন, ‘‘সব ধরনের ক্রিকেটেই বুমরা দারুণ এক জন বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটেও উইকেট তোলার ক্ষমতা আছে। বুমরা যেমন শুরুতে বল করতে পারে, সে রকম শেষেও ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখে।’’

আইসিসি ওয়েবসাইটে মার্ক ওয় যে পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনই শুধু পেসার। বুমরার নতুন বলের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যানের পছন্দ পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। মার্কের কথায়, ‘‘বুমরার সঙ্গে উল্টো দিক থেকে বল শুরু করবে আর এক জন দারুণ ফাস্ট বোলার। শাহিন আফ্রিদি। ওর মতো বাঁ-হাতি পেসার খুব কমই আছে।’’ যোগ করেছেন, ‘‘আফ্রিদি এমন এক জন ক্রিকেটার যে দলকে উজ্জীবিত করে। তার উপরে ও বাঁ-হাতি। ডান-হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলটা ভিতরে নিয়ে আসতে পারে। গতিও আছে। আমার তালিকায় দ্বিতীয় বোলার হিসেবেআফ্রিদিকেই রাখব।’’

মার্ক ওয়ের পছন্দের তালিকায় বাকি তিন ক্রিকেটার হলেন রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েল এবং জস বাটলার। লেগস্পিনার রশিদকে নিয়ে মার্ক বলেছেন, ‘‘রশিদ হল এমন এক জন বোলার, যে জানে ওকে সব সময় চারটে ওভার বল করতে হবে। ও হয়ত কুড়ি রান দিয়ে দু’টো কী তিনটে উইকেট পাবে। পাশাপাশি ব্যাটটাও ভাল করতে পারে। বড় শট খেলার ক্ষমতা আছে।’’

ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান জস বাটলারকে এই তালিকায় রাখা নিয়ে মার্ক ওয়ের মন্তব্য, ‘‘এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান সম্ভবত বাটলার। খুব পরিচ্ছন্ন শট খেলতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন