গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
এ বার সুপ্রিম কোর্টেও হাজির গৌতম গম্ভীর! লাল বলের ক্রিকেটে গম্ভীরের ব্যর্থতার কথা টেনে আনলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। একটি মামলার শুনানিতে গম্ভীরের ভারতীয় দলের উদাহরণ দেন তিনি। শুনানির সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
একটি মামলার শুনানিতে আইনজীবী মুকুল রোহতগির সঙ্গে কথাবার্তার সময় গম্ভীরের প্রসঙ্গ টেনে আনেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ। তিনি বলেন, “আপনি যখন টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটে বেশি মন দেন, তখনই টেস্ট ম্যাচ হারেন।”
গম্ভীরের কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে ভারতের ফল ভাল। কিন্তু টেস্টে গত এক বছরে দেশের মাটিতে দু’টি সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। সমালোচনা শুরু হয়েছে গম্ভীরের। অনেকে বলছেন, সাদা বলের ক্রিকেটেই বেশি মন গম্ভীরের। ফলে লাল বলের ক্রিকেটে খারাপ ফল হচ্ছে। বিচারপতি সুন্দরেশও সেই কথাই বলেছেন।
জবাবে রোহতগি জানান, এই বিষয়ে গম্ভীরের সঙ্গে তাঁর কথাও হয়েছে। তিনি বলেন, “আপনাকে জানাতে চাই যে ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর আমার মক্কেল ও খুব ভাল বন্ধু। আজ সকালেই আমি ওকে ফোন করেছিলাম। বললাম, গোটা দেশ বলছে যে, যদি দেশের পিচেই তোমরা ম্যাচ না জিততে পারো, তা হলে তোমার সরে যাওয়া উচিত।” তা শুনে অবশ্য বিচারপতি আর কিছু বলেননি।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে দুই বলের ক্রিকেটে গম্ভীরের ফল দু’রকম। সাদা বলের ক্রিকেটে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো আইসিসি ও এশীয় প্রতিযোগিতায় দাপট দেখিয়ে জিতেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতারও দাবিদার ভারত। কিন্তু লাল বলের ক্রিকেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ় ছাড়া কারও বিরুদ্ধে সিরিজ় জিততে পারেননি তিনি। ইংল্যান্ডের মাটিতে সিরিজ় ড্র করেছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে হেরেছেন। ভারতের মাটিতে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছেন। ফলে গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি উঠেছে। তার মাঝেই গম্ভীরকে টেনে আনলেন সুপ্রিম কোর্টের বিচারপতিও।