Rishabh Pant Somersault

‘ওর বেঁচে থাকাটাই আশ্চর্যের!’ পন্থকে ডিগবাজি খেতে নিষেধ করছেন তাঁকে সুস্থ করে তোলা চিকিৎসক

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঋষভ পন্থকে সুস্থ করে তুলেছিলেন চিকিৎসক দীনশ পারদিওয়াল। পন্থের ডিগবাজি খাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৪:৪৩
Share:

ঋষভ পন্থকে এ ভাবে ডিগবাজি খেতে নিষেধ করেছেন তাঁর চিকিৎসক। —ফাইল চিত্র।

শতরানের পর ঋষভ পন্থ ডিগবাজি খাওয়ায় খুশি নন তাঁকে সুস্থ করে তোলা চিকিৎসক দীনশ পারদিওয়াল। তাঁর মতে, এই ধরনের উল্লাসের কোনও প্রয়োজন নেই। ওই রকম ভয়াবহ দুর্ঘটনার পর পন্থের বেঁচে থাকাটাই আশ্চর্যের। পারদিওয়ালের মতে, নিজের শরীর নিয়ে আরও সতর্ক থাকা উচিত পন্থের।

Advertisement

এক মাস আগে আইপিএলে গ্রুপের শেষ ম্যাচে শতরানের পর প্রথম ডিগবাজি খেতে দেখা যায় পন্থকে। পরে হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরানের পরেও ডিগবাজি খেয়ে উল্লাস করেন পন্থ। তাঁর এই ধরনের উল্লাস করা উচিত নয় বলেই জানিয়েছেন পারদিওয়াল। সংবাদমাধ্যমে তিনি বলেন, “ঋষভ ছোট থেকেই জিমন্যাস্টিক করে। তাই ওর পক্ষে ডিগবাজি খাওয়া কঠিন নয়। সেই কারণেই হয়তো এখন ও ডিগবাজি খেয়ে উল্লাস করছে। নিখুঁত ডিগবাজি খাচ্ছে। কিন্তু এটা অপ্রয়োজনীয়। কোনও দরকার নেই।”

যে রকম দুর্ঘটনা থেকে পন্থ সুস্থ হয়ে উঠেছেন তাতে তাঁর নিজেকে ভাগ্যবান মনে করা উচিত বলে জানিয়েছেন পারদিওয়াল। তিনি বলেন, “ওকে বুঝতে হবে যে ওর বেঁচে থাকাটাই আশ্চর্যের। যে ভাবে ওর গাড়িতে আগুন ধরে গিয়েছিল, সেখান থেকে খুব কম মানুষ বেঁচে ফিরতে পারে। তবে হ্যাঁ, দুর্ঘটনার পর ঋষভ আরও পরিণত হয়েছে। ওর দর্শন বদলে গিয়েছে। যে মৃত্যুকে কাছ থেকে দেখেছে তার এই বদল আসাটা স্বাভাবিক। কিন্তু ওকে বুঝতে হবে যে আবার চোট পেলে মুশকিল। এ ভাবে ডিগবাজি না খেয়েও তো উল্লাস করা যায়।”

Advertisement

২০২২ সালের ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি চালিয়ে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন পন্থ। সেই সময় রাস্তায় তাঁর গাড়ি উল্টে যায়। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। কোনও রকমে স্থানীয় দুই যুবকের সাহায্যে গাড়ি থেকে বার হন পন্থ। তাঁকে প্রথমে দেহরাদূনের এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে।

সেখানে চিকিৎসক পারদিওয়াল পন্থের চিকিৎসা করেন। তাঁর হাঁটুতে দু’বার অস্ত্রোপচার করা হয়। চোটের কারণে ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন পন্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। পন্থ যে আবার ক্রিকেট খেলতে পারবেন সেই আশা অনেকেই করেননি। কিন্তু তিনি ফিরে আসেন। গত বছর আইপিএল খেলেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলেও ছিলেন। আইপিএলের গত নিলামে সবচেয়ে দামি (২৭ কোটি) ক্রিকেটারও হন। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসাবে আইপিএল ভাল যায়নি তাঁর। লাল বলের ক্রিকেটে ফিরে ফর্মে ফিরেছেন পন্থ। হেডিংলেতে দুই ইনিংসেই শতরান করেছেন। কিন্তু তাঁকে এ ভাবে ডিগবাজি খেতে নিষেধ করছেন তাঁকে সুস্থ করে তোলা সেই চিকিৎসক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement