IPL 2025

ভারতের সব ফরম্যাটের অধিনায়ক একই আইপিএল দলে! সমস্যায় পড়বে মুম্বই? জানালেন সূর্যকুমার

টেস্ট, এক দিনের দল এবং টি-টোয়েন্টির অধিনায়কদের সঙ্গে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্য। এক দলে এতগুলি অধিনায়ক আইপিএলের আর কোনও দলে নেই। তা কি মুম্বইকে তা সুবিধা করে দেবে? না কি চিন্তা বাড়িয়ে দেবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২০:৫৮
Share:

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: সমাজমাধ্যম।

ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দু’জনেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। সঙ্গে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যও। হার্দিকই মুম্বইয়ের ঘোষিত অধিনায়ক। এক দলে একসঙ্গে এতগুলি অধিনায়ক আইপিএলের আর কোনও দলে নেই। এটা কি মুম্বইকে সুবিধা করে দেবে? না কি চিন্তা বাড়িয়ে দেবে? এক অনুষ্ঠানে এসে তার উত্তর দিয়েছেন সূর্যকুমার যাদব।

Advertisement

গত বারও মুম্বই দলে এই চার জন ছিলেন। মহানিলামের আগে তাঁদের ধরে রাখা হয়েছিল। কিন্তু গত আইপিএলে দলকে সে ভাবে নেতৃত্ব দিতে পারেননি হার্দিক। ম্যাচ চলাকালীন বার বারই রোহিত, বুমরাহের সাহায্য নিতে দেখা গিয়েছে তাঁকে। এক দলে একাধিক নেতা থাকার বিষয়টিকে দায়ী করেছিলেন অনেকে।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে সূর্য বলেছেন, “হ্যাঁ, এই দলে অনেক অধিনায়ক রয়েছে ঠিকই। কিন্তু একসঙ্গে বসলে, সেটা পাঁচ জন, সাত জন বা দশ জনই হোক, একটাই আলোচনা করি। তা হল, কী ভাবে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”

Advertisement

দলের মধ্যে নেতাদের বিরোধিতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন সূর্য। বলেছেন, “আমরা এক হলে সেটা একটা পরিবারের মতো হয়ে দাঁড়ায়। কখনওই একাধিক নেতা নিয়ে ভাবি না। তিনটে অধিনায়ক না চারটে অধিনায়ক আছে সেটা মাথাতেই রাখি না। সব সময় ভাবি, আমরা একটাই দল।”

সূর্য আরও বলেছেন, “মুম্বই হল একটা প্রতিষ্ঠানের মতো যেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখানেই বড় হয়েছি এবং ভারতের হয়ে খেলেছি। সাজঘরে আমরা সবাই এক হয়ে লড়াইয়ের সংকল্প নিই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement