তিরুঅনন্তপুরম বিমানবন্দরে সঞ্জুর দেহরক্ষী সূর্য। ছবি: বিসিসিআই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল তিরুঅনন্তপুরমে পৌঁছেছে। সঞ্জু স্যামসনের রাজ্যে পা দিয়েই তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হয়ে গেলেন সূর্যকুমার যাদব!
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি মজার ভিডিয়ো দিয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে নেমে টিম বাসের দিকে যাওয়ার সময় অধিনায়ক সূর্য মজা করে সঞ্জুর ব্যক্তিগত দেহরক্ষীর ভূমিকা পালন করছেন।
দেখা যায়, সঞ্জুর জন্য পথ ফাঁকা করছেন সূর্য। বলছেন, ‘‘রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে (স্যামসনের ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।’’ সূর্যের কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জু। খানিকটা লজ্জাও পেয়ে যান।
বিমানবন্দরের চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, ‘‘খুব ভাল লাগছে। সব সময়ই ভাল লাগে। কিন্তু নিজের রাজ্যে এসে আরও ভাল লাগছে।’’
ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে।
‘ভাল লাগছে’ বললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সঞ্জু একেবারেই রানের মধ্যে নেই। বিশ্বকাপে প্রথম দলে নিয়মিত সুযোগ পাবেন কি না, তা নিয়ে সন্দেহ থাকছে। সিরিজ়ের প্রথম চারটি ম্যাচে তিনি ১০, ৬, ০ এবং ২৪ রান করেছেন।
দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরা ঈশান কিশন এই সিরিজ়ে দুর্দান্ত ব্যাটিং করছেন। সঞ্জুর মতো ঈশানও উইকেটরক্ষক। এর ফলে অনেকেই সঞ্জুর বদলে ঈশানকে খেলানোর দাবি তুলছেন।