Varun Chakravarthy

T20 World Cup 2021: আফগানিস্তান ম্যাচের আগে কোথায় চোট পেয়েছিলেন বরুণ, জানাল বিসিসিআই

সুস্থ হয়ে উঠলেও দলে তাঁর জায়গা ফিরে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাঁর জায়গায় এসে প্রথম ম্যাচেই দু’টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১২:১০
Share:

বরুণ চক্রবর্তী। ফাইল ছবি

বুধবার আফগানিস্তান ম্যাচ শুরুর আগে জানা যায়, দলে নেই বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় নেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিনকে। ফিটনেসে সমস্যা থাকার কারণেই নাকি বরুণকে বিশ্রাম নিতে বলা হয়েছে।

Advertisement

পরে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বরুণের বাঁ পায়ের পেশিতে সমস্যা হওয়ার কারণেই তাঁকে দলে নেওয়া হয়নি। তবে ঠিক কী সমস্যা, সে সম্পর্কে খোলসা করা হয়নি ভারতীয় বোর্ডের তরফে। অনেকেই মনে করছেন, একটানা ক্রিকেট খেলে যাওয়ার কারণেই শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। তবে চোট গুরুতর নয়। দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বরুণ।

তবে সুস্থ হয়ে উঠলেও দলে তাঁর জায়গা ফিরে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাঁর জায়গায় এসে প্রথম ম্যাচেই দু’টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গোটা ম্যাচে ভাল বলও করেছেন। সেখানে বরুণ ‘রহস্য স্পিনার’ হয়েও আগের দু’টি ম্যাচে একটিও উইকেট পাননি। অশ্বিন চার বছর পর সীমিত ওভারের ক্রিকেটে ফিরেও বুঝিয়েছেন, তিনি ছন্দ হারাননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন