T20 World Cup 2021

T20 World Cup 2021: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন ডি’কক, হাঁটু মুড়েই এ বার করবেন বর্ণবিদ্বেষের প্রতিবাদ

বর্ণবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় বোর্ড। তার পরেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৩:৩০
Share:

নিজের অবস্থান থেকে সরলেন ডি’কক ফাইল চিত্র।

বিতর্কের মুখে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কুইন্টন ডি’কক। দলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ বার থেকে বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদে তিনিও হাঁটু মুড়ে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন ডি’কক।

Advertisement

বুধবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হয় ডি’ককের। তার পরেই নিজের অবস্থান থেকে সরেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায় তা হলে আমি সেটাই করব।’’

এই সময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন প্রোটিয়া ওপেনার। তিনি বলেন, ‘‘সতীর্থরা যে ভাবে পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। অধিনায়ককে আলাদা করে ধন্যবাদ জানাই। দেশের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’’

Advertisement

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর পরেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক। তা নিয়ে শুরু হয় বিতর্ক।

ম্যাচের শেষে অধিনায়ক তেম্বা বাভুমা সাংবাদিক বৈঠকে বলেন, “দল হিসেবে এই খবর আমাকে স্তম্ভিত করেছে। ডি’কক খুব বড় ক্রিকেটার। অধিনায়ক হিসাবে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবিনি।” অবাক হলেও ডি’ককের পাশেই দাঁড়িয়েছেন বাভুমা। তিনি বলেন, “ডি’কক এক জন প্রাপ্তবয়স্ক। ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন