New Zealand Cricketer

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তি নিউজ়িল্যান্ড শিবিরে, কাকে নিয়ে অনিশ্চয়তা শেষ হল উইলিয়ামসনদের?

নেটে অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চোট পান মিচেল। হাড়ে চিড় ধরায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি। মিচেল এখন চোট মুক্ত। বিশ্বকাপ খেলতে তাঁর কোনও সমস্যা নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৪:২৬
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তিতে উইলিয়ামসনরা। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তির খবর নিউজ়িল্যান্ড শিবিরে। চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ড্যারিল মিচেল। আগামী সপ্তাহে কেন উইলিয়ামসনদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন তিনি।

Advertisement

নিউজ়িল্যান্ড টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিচেল। তাঁর চোট উদ্বেগে রেখেছিল উইলিয়ামসনদের। নিউজ়িল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ২০ ওভারের বিশ্বকাপে পাওয়া যাবে মিচেলকে। তিনি ১০০ শতাংশ ম্যাচ ফিট। চোট থাকা সত্ত্বেও মিচেলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছিলেন নিউজ়িল্যান্ডের নির্বাচকরা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ের আগে গত সপ্তাহে নেটে অনুশীলন করার সময় ডান হাতের আঙুলে চোট পান মিচেল। তাঁর আঙুলের হাড়ে চিড় ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও চোট খুব গুরুতর না হওয়ায় আশা ছাড়েননি উইলিয়ামসনরা।

Advertisement

মিচেলের চোটমুক্তির খবর জানিয়ে উচ্ছ্বসিত স্টিড বলেছেন, ‘‘মিচেল আমাদের সঙ্গে বিশ্বকাপ খেলতে যেতে পারবে। এটা দারুণ খবর। মিচেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই দল ঘোষণার সময় ওকে রাখা হয়েছিল। আশা করছি মিচেলকে পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের দলের ভারসাম্য ঠিক থাকবে। মিচেল কী করতে পারে, সেটা আমরা সকলেই জানি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন