T20 World Cup 2022

রোহিত, কোহলিরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন? জানাল আইসিসি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সমান আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি কেমন আর্থিক পুরস্কার পাবে, তা জানানো হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪০
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত এবং কোহলির দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমী। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে কত আর্থিক পুরস্কার পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? শুক্রবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

Advertisement

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেই রোহিত, কোহলিরা পাবেন প্রায় ১৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫ লক্ষ টাকা (১৩ কোটি ৪ লক্ষ ৯০ হাজার টাকা)। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবেন তাঁরা। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কার মূল্য। অর্থাৎ, বিশ্বকাপ রানার্স পাবে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

সেমিফাইনালে উঠলেও মিলবে মোটা আর্থিক পুরস্কার। শেষ চারের লড়াইয়ে যে দু’টি দল হারবে, তারা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার টাকা পাবে। ‘সুপার টুয়েলভ’ পর্বের বাকি আটটি দলের জন্য থাকছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য। ‘সুপার টুয়েলভ’ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা পাবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ‘সুপার টুয়েলভ’ পর্বে জিতলে এই টাকাই পেয়েছে দলগুলি।

Advertisement

বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’ পর্বে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং আফগানিস্তান। প্রতিযোগিতার আরও আটটি দল হল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জ়িম্বাবোয়ে। ‘সুপার টুয়েলভে’ যোগ্যতা অর্জন পর্বের প্রতি ম্যাচ জিতলেও পাওয়া যাবে প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা। যে চারটি দল এই পর্ব থেকেই ছিটকে যাবে তারাও ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা অর্থিক পুরস্কার পাবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কারের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি ৫১ লক্ষ টাকা। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন