Asia Cup 2025

ফাইনালের আগে ভারতীয় শিবিরে ঠকঠকানি! হঠাৎ উপলব্ধি, নিখুঁত ক্রিকেট খেলতে পারছেন না সূর্যরা

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল মেনে নিয়েছেন, সূর্যকুমার যাদবেরা নিখুঁত ক্রিকেট খেলতে পারছেন না। ক্রিকেটের তিন বিভাগেই উন্নতি দরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

অভিষেক শর্মা এবং হার্দিক পাণ্ড্যের চোট নিয়ে হঠাৎই ফাইনালের আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। দুই ক্রিকেটার ছাড়াও ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়েছে বোলিং। ফাইনালের আগে ভারতীয় শিবির স্বীকারই করে নিল, তারা অপরাজিত থাকলেও নিখুঁত ক্রিকেট খেলতে পারেনি।

Advertisement

শ্রীলঙ্কার ব্যাটারেরা শুক্রবার অর্শদীপ সিংহ, হর্ষিত রানাদের নিয়ে একরকম ছেলেখেলা করেছেন। বিশেষ সুবিধা করতে পারেননি স্পিনারেরাও। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও বিষয়টি মেনে নিয়েছেন। ফাইনালের আগে বিষয়টিকে তিনি সতর্কবার্তা হিসাবেই দেখছেন।

ভারতীয় দলের বোলিং কোচ বলেছেন, ‘‘প্রতিযোগিতায় আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। কিছু না কিছু সমস্যা হচ্ছেই। প্রতিটি ম্যাচের পর আমরা আলোচনা করেছি। কোন কোন ব্যাপারে উন্নতি প্রয়োজন, তা নিয়ে নিজেরা কথা বলেছি। ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব, আমরা রান তোলার গতি বজায় রাখতে পারছি। এখানকার পিচগুলো বেশ ধীর গতির। তাই খুচরো রান নেওয়ার উপর জোর দিচ্ছি আমরা। জুটি তৈরির চেষ্টা করছি। বোলিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। লেংথ আরও ভাল করতে হবে। বল ঠিক জায়গায় রাখা দরকার। প্রথম ১০ ওভার বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। বোলিংয়ে আরও বৈচিত্র দরকার। মাঝের ওভারগুলোয় আরও বেশি ইয়র্কার করতে হবে।’’

Advertisement

মর্কেল মেনে নিয়েছেন, ভারতীয় শিবিরের অন্যতম প্রধান উদ্বেগ ফিল্ডিং ঘিরে। তিনি বলেছেন, ‘‘ফিল্ডিং নিয়ে প্রচুর পরিশ্রম করছি আমরা। বিশেষত স্টেডিয়ামের আলোয় ক্যাচ ধরার ব্যাপারে। তবে আমার মনে হয়, পুরো ব্যাপারটাই আত্মবিশ্বাসের সমস্যা। ক্রিকেটের সব বিভাগেই আমাদের আরও উন্নতি প্রয়োজন। তার উপরই নির্ভর করবে প্রতিযোগিতাটা আমরা কেমন ভাবে শেষ করব। মাথায় রাখছি, আমাদের আসল কাজটাই এখনও বাকি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement