IPL 2025 New Rule

কী ভাবে শেষ মুহূর্তে পরিবর্ত ক্রিকেটার নিল কেকেআর, কী রয়েছে আইপিএলের নতুন নিয়মে

আইপিএলের নিলামের পরেও বদল হয়েছে দলে। চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্ত ক্রিকেটার নিয়েছে কিছু দল। আইপিএলের প্রায় শেষ পর্যন্ত হতে পারে এই বদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:৩৯
Share:

আইপিএল শুরুর আগেই দলে বদল করতে হয়েছে কেকেআরকে। —ফাইল চিত্র।

নিলামে দল গুছিয়ে নিয়েছিল সকলে। তার পরেও বদল করতে হয়েছে তিনটি দলকে। ক্রিকেটার চোট পাওয়ায় পরিবর্ত ক্রিকেটার নিতে হয়েছে তাদের। এ বার আইপিএলের প্রায় শেষ পর্যন্ত এই বদল করতে পারে দলগুলি। তার নেপথ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নতুন নিয়ম।

Advertisement

নিলামের পরে তিনটি দলে বদল হয়েছে। উমরান মালিক চোটে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়াকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি ব্রাইডন কার্সের বদলে উইয়ান মুল্ডারকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স আবার জোড়া বদল করেছে। দুই বিদেশি আল্লাহ্‌ গজ়নফর ও লিজ়াড উইলিয়ামসের বদলে মুজিব উর রহমান ও কর্বিন বশকে নিয়েছে তারা।

চোটের কথা মাথায় রেখে নতুন নিয়ম এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নিয়ম কাজে লাগিয়েই বদল করা যাচ্ছে ক্রিকেটার।

Advertisement

কত দিন পর্যন্ত করা যাবে বদল?

আগে আইপিএলে প্রতিটি দল সাতটি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত। অর্থাৎ, সাতটি ম্যাচের মধ্যে কোনও ক্রিকেটার চোট পেলে তার পরিবর্ত নেওয়া যেত। সপ্তম ম্যাচের পর কেউ চোট পেলে পরিবর্ত নেওয়া যেত না। সেটা বদলে ১২টি ম্যাচ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি দল নিজেদের ১২তম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারের বদলে পরিবর্ত ক্রিকেটার নিতে পারে। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলে। অর্থাৎ, আইপিএলের প্রায় শেষ পর্যন্ত এই বদল করা যাবে।

পরিবর্ত হিসেবে কাদের নেওয়া যাবে?

যে কোনও ক্রিকেটারকে চাইলেই পরিবর্ত হিসাবে নেওয়া যাবে না। শুধুমাত্র যে ক্রিকেটারেরা নিলামের তালিকায় ছিলেন, কিন্তু দল পাননি, তাঁদেরই নেওয়া যাবে। কোনও বিদেশি ক্রিকেটার চোট পেলে তাঁর পরিবর্তে বিদেশি নেওয়া যাবে। যদি কোনও দলে বিদেশি ক্রিকেটারের আট জনের কোটা পূর্ণ না হয় তা হলে দেশীয় ক্রিকেটারের বদলেও বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। তবে যদি সেই তালিকার মধ্যে থাকা কোনও ক্রিকেটারকে কোনও দল নেট বোলার হিসাবে ব্যবহার করে তা হলে সেই ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নেওয়া যাবে না।

পরিবর্ত ক্রিকেটার কত টাকা পাবেন?

কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নেওয়া হলে তিনি সেই মরসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। সে ক্ষেত্রে যে ক্রিকেটারের বদলে সেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে, তিনি আর সেই মরসুমে খেলতে পারবেন না। যে ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নেওয়া হচ্ছে, তাঁর ন্যূনতম দামই তিনি পাবেন। যে ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন, তাঁর বেতন কাটা যাবে। কিন্তু কোনও ভাবেই দলগুলির পকেটে যে টাকা বাকি রয়েছে তার থেকে বেশি টাকা খরচ করা যাবে না।

মাত্র একটি ম্যাচের জন্যও নেওয়া হতে পারে পরিবর্ত

পুরো মরসুম নয়, মাত্র একটি ম্যাচের জন্যও পরিবর্ত নেওয়া হতে পারে। তবে তার কিছু শর্ত রয়েছে। একমাত্র উইকেটরক্ষকদের ক্ষেত্রে সেই সুবিধা রয়েছে। যদি কোনও দলে থাকা প্রত্যেক উইকেটরক্ষক কোনও কারণে একটি ম্যাচ খেলতে না পারেন, তখনই সেই ম্যাচের জন্য এক জন পরিবর্ত উইকেটরক্ষক নেওয়া যাবে। এক জন উইকেটরক্ষক আবার সুস্থ হয়ে মাঠে ফিরলেই পরিবর্ত উইকেটরক্ষক দল থেকে বাদ পড়বেন।

পরিবর্ত ক্রিকেটার নিয়ে শেষ সিদ্ধান্ত বোর্ডের

তবে চাইলেই কোনও ক্রিকেটারের পরিবর্ত নেওয়া যাবে না। কোনও ক্রিকেটার চোট পেলে তা বোর্ডকে জানাতে হবে। বোর্ডের চিকিৎসকেরা তাঁর চোট পরীক্ষা করবেন। তাঁরা যদি দেখেন যে সেই ক্রিকেটার আর বাকি মরসুম খেলতে পারবেন না তখনই পরিবর্ত ক্রিকেটার নেওয়া যাবে। কোন দল কাকে নিতে চাইছে সেই নাম আগে থেকে বোর্ডকে জানাতে হবে। বোর্ড সবুজ সঙ্কেত দিলে তবেই সেই বদল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement