রজত পাটীদার। বেঙ্গালুরুর অধিনায়ক হয়ে এ বার দলকে ফাইনালে তুলেছেন তিনি। —ফাইল চিত্র।
নজির গড়েছেন রজত পাটীদার। অধিনায়ক হিসাবে প্রথম বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে তুলেছেন তিনি। তবে পাটীদার প্রথম নন, এই কীর্তি রয়েছে আরও নয় অধিনায়কের। তাঁদের ক্লাবেই ঢুকেছেন পাটীদার।
১) শেন ওয়ার্ন— ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। সে বার রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার দলকে ফাইনালে তুলেছিলেন। সে বার চ্যাম্পিয়নও হয়েছিল রাজস্থান।
২) মহেন্দ্র সিংহ ধোনি— প্রথম বার থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৮ সালে তিনিও চেন্নাইকে ফাইনালে তুলেছিলেন। তবে রাজস্থানের কাছে হারতে হয় তাঁকে। পরে অবশ্য চেন্নাইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন ধোনি।
৩) অনিল কুম্বলে— ২০০৯ সালে আইপিএলের মাঝপথে কেভিন পিটারসেনের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নেন কুম্বলে। প্রথম বারই দলকে ফাইনালে তোলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। যদিও ফাইনালে ডেকান চার্জার্সের কাছে হারতে হয় কুম্বলের বেঙ্গালুরুকে।
৪) ড্যানিয়েল ভেত্তোরি— ২০১১ সালে কুম্বলেকে সরিয়ে ভেত্তোরিকে বেঙ্গালুরুর অধিনায়ক করা হয়। সে বার বেঙ্গালুরুকে আবার ফাইনালে তোলেন ভেত্তেরি। তবে কুম্বলের মতো হারতে হয় ভেত্তোরিকেও। ফাইনালে চেন্নাইয়ের কাছে হারে বেঙ্গালুরু।
৫) রোহিত শর্মা— ২০১৩ সালে আইপিএলের মাঝপথে রিকি পন্টিংকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করে মুম্বই। প্রথম বারই দলকে ফাইনালে তোলেন রোহিত। চ্যাম্পিয়নও করেন। তার পর আরও চার বার রোহিতের অধিনায়কত্বে আইপিএল জেতে মুম্বই।
৬) জর্জ বেইলি— ২০১৪ সালে পঞ্জাব কিংসের অধিনায়ক করা হয় বেইলিকে। প্রথম বারই দলকে ফাইনালে তোলেন বেইলি। কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় পঞ্জাবকে।
৭) কেন উইলিয়ামসন— ২০১৮ সালে ডেভিড ওয়ার্নার নির্বাসিত থাকায় উইলিয়ামসনকে অধিনায়ক করে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম বারই দলকে ফাইনালে তোলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে চেন্নাইয়ের কাছে হারে হায়দরাবাদ।
৮) হার্দিক পাণ্ড্য— ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ করে গুজরাত টাইটান্স। হার্দিককে অধিনায়ক করে তারা। প্রথম বার দলকে ফাইনালে তোলেন হার্দিক। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাত। পরের বারও হার্দিকের নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাত। সে বার চেন্নাইয়ের কাছে হারতে হয় তাদের।
৯) প্যাট কামিন্স— ২০২৪ সালে কামিন্সকে অধিনায়ক করে হায়দরাবাদ। প্রথম বার দলকে ফাইনালে তোলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় হায়দরাবাদকে।
১০) রজত পাটীদার— ফ্যাফ ডু’প্লেসিকে সরিয়ে এ বারের আইপিএলের আগে বেঙ্গালুরু অধিনায়ক করে পাটিদারকে। প্রথম বারই দলকে ফাইনালে তুলেছেন পাটীদার। ৯ বছর পর আবার আইপিএলের ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। মঙ্গলবার মুম্বই বা পঞ্জাবের মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিতলে পাটীদারই হবেন বেঙ্গালুরুর প্রথম আইপিএলজয়ী অধিনায়ক।