National Sports Governance Act 2025

ক্রীড়া আইন মেনে নির্বাচন চায় কেন্দ্র, তিন মাস পিছিয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভোট

রাষ্ট্রপতির সইয়ের পর ক্রীড়া বিল আইনে পরিণত হলেও তার নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। তাই কী ভাবে নির্বাচন হবে, তা নিয়ে কিছুটা দ্বিধায় বিসিসিআই কর্তারা। তাঁরা ক্রীড়ামন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১১:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

দেশের নতুন ক্রীড়া আইন মেনে হোক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচন। এমনই চাইছে কেন্দ্রীয় সরকার। আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের নির্বাচন। সেই নির্বাচন নতুন ক্রীড়া আইন মেনে হবে, না লোধা আইন অনুসারে হবে, তা এখনও চূড়ান্ত নয়।

Advertisement

ক্রীড়া বিল আইনে পরিণত হলেও নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। সে কারণেই বিভ্রান্তি বা দ্বিধা। একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে বোর্ড নির্বাচন চাইছে ক্রীড়ামন্ত্রক। তার মধ্যে নিয়ম নির্দিষ্ট হয়ে গেলে ক্রীড়া আইন অনুযায়ীই বিসিসিআই নির্বাচন হোক। তা সম্ভব না হলে আপাতত লোধা আইনে নির্বাচন হতে পারে। কিন্তু ক্রীড়া আইনের নিয়ম ঠিক হয়ে গেলে আবার নির্বাচন করতে হবে। তাই মনে করা হচ্ছে, তিন মাস পিছিয়ে যেতে পারে বিসিসিআইয়ের নির্বাচন। তিন মাস পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে বোর্ডের সংবিধান অনুযায়ী।

কী ভাবে নির্বাচন হবে, তা ঠিক করতে ক্রীড়ামন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিসিসিআই কর্তারা। মন্ত্রকের পরামর্শ মতো এগোতে চাইছেন তাঁরা। দু’বার করে নির্বাচনের পক্ষপাতী নন বিসিসিআই কর্তারা। প্রয়োজনে বোর্ডের নির্বাচন তিন মাস পিছিয়ে দিয়ে অপেক্ষা করা হতে পারে ক্রীড়া আইনের নিয়মের জন্য। বিসিসিআই সূত্রে খবর, অধিকাংশ কর্তা লোধা আইন অনুযায়ী নির্বাচনের পক্ষে। যদিও সরকারের সঙ্গে এ নিয়ে বিরোধে যেতে চান না তাঁরা।

Advertisement

বিসিসিআই সভাপতি রজার বিন্নীর বয়স এখন ৭০। লোধা আইন অনুযায়ী, তিনি আর দায়িত্বে থাকতে পারবেন না। তাঁকে সরে যেতে হবে। আবার নতুন ক্রীড়া আইন অনুযায়ী, বিন্নী ৭৫ বছর বয়স পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। ফলে প্রথমে লোধা আইনে নির্বাচন করে পরে আবার ক্রীড়া আইনে নির্বাচন হলে সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাতে বোর্ডের ভিতরে অসন্তোষ তৈরি হতে পারে। সম্ভাব্য অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে চাইছেন কর্তারা। তাই নির্বাচন নিয়ে কিছুটা ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে বিসিসিআই। উল্লেখ্য, লোধা আইন মেনে এখন বিসিসিআই পরিচালিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement