Tilak Varma

হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিলক, চার ক্রিকেটারকে ছাড়াই ভারতীয় দল পৌঁছোল বডোদরায়

নিউ জ়িল্যান্ড সিরিজ় শুরুর আগেই ধাক্কা খেল ভারত। প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মা। এ দিনই এক দিনের সিরি‌জ়ের প্রথম ম্যাচ খেলতে ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার পৌঁছে গেলেন বডোদরায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২২:০৬
Share:

তিলক বর্মা। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ড সিরিজ় শুরুর আগেই ধাক্কা খেল ভারত। প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মা। তাঁর তলপেটে অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে। এ দিন এক বিবৃতিতে ভারতীয় বোর্ড (বিসিসিআই) এ কথা জানিয়েছে। এখনও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। এ দিনই এক দিনের সিরি‌জ়ের প্রথম ম্যাচ খেলতে ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার পৌঁছে গেলেন বডোদরায়।

Advertisement

বুধবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় রাজকোটের হাসপাতালে ভর্তি করানো হয় তিলককে। বিভিন্ন স্ক্যান করার পর সেই রিপোর্ট পাঠানো হয় বোর্ডের চিকিৎসকদের। তাঁদের পরামর্শেই বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয়। ‘টেস্টিকুলার টরশন’-এর কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এই ক্ষেত্রে অণ্ডকোষে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার না করলে অণ্ডকোষ বাঁচানো সম্ভব নয়। সে কারণেই দ্রুত অস্ত্রোপচার করা হয়েছে তিলকের।

বোর্ড জানিয়েছে, এখন তিলক স্থিতিশীল। শুক্রবার রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। সব উপসর্গ মিলিয়ে গেলে তিনি রিহ্যাব শুরু করবেন। ঝুঁকি না নিয়ে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে খেলানো হবে না। এর পর ধীরে ধীরে দক্ষতাবৃদ্ধির অনুশীলন করবেন তিনি। তাতে চিকিৎসকেরা সন্তুষ্ট হলে ক্রিকেটে ফেরানো হতে পারে।

Advertisement

এ দিকে, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজা ছাড়া এক দিনের দলে থাকা বাকি ক্রিকেটারেরা পৌঁছে গিয়েছেন বডোদরায়। এই চার ক্রিকেটারই রাজ্য দলের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলছেন। সকলের ৭ জানুয়ারি পৌঁছোনোর কথা ছিল। তবে রাজ্য দলের হয়ে খেলার কারণে একটু দেরিতে পৌঁছোবেন। শুক্রবার সকলের পৌঁছোনোর কথা। সে দিনই বিকেলে অনুশীলনে নামতে পারে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement