গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।
আগামী বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে ভারত। খাতায়-কলমে ভারতের চেয়ে তাদের শক্তি অনেক কম হলেও আমিরশাহিকে দুর্বল ভাবতে বারণ করছেন সে দেশের কোচ লালচাঁদ রাজপুত। তাঁর দাবি, ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের।
রাজপুত ভারতের প্রাক্তন ক্রিকেটার। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বজয়ের সময়ে ভারতের ম্যানেজারও ছিলেন। ফলে ভারতকে হাতের তালুর মতো চেনেন। তাই দুর্বলতা কাজে লাগিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন দেখছেন তিনি।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজপুত বলেছেন, “ভারত অনেক বড় দল। গত বারের বিশ্বকাপজয়ী। তাই ভারতের বিরুদ্ধে খেলতে পারা আমাদের কাছে একটা বড় সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল ম্যাচের দিন ভাল খেলবে তারাই জিতবে। একজন ব্যাটার বা বোলারই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব।”
২০১৬-র পর প্রথম বার এশিয়া কাপে খেলছে আমিরশাহি। নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ ওয়াসিম। দলে আসিফ খানের মতো মারকুটে ব্যাটারও রয়েছেন। দল নিয়ে খুশি রাজপুত। তাঁর মতে, স্পিনারেরাও ভারতকে সমস্যায় ফেলতে পারেন।
রাজপুত বলেছেন, “আমাদের ব্যাটিং বেশ শক্তিশালী। বোলিং বিভাগে ভাল স্পিনারেরাও রয়েছে। আমিরশাহিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ওদের। তবে বড় দলের বিরুদ্ধে আমরা কেমন খেলি সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই ভারতের বিরুদ্ধে খেলতে চায়। চাপ তো একটু থাকবেই। তবে আমার দলের ক্রিকেটারেরা তৈরি।”