Aleem Dar

পাক ফিল্ডারের ছোড়া বল সোজা আম্পায়ারের পায়ে, রাগে বোলারের সোয়েটার ফেলে দিলেন মাঠেই

নিউ জ়িল্যান্ডের ইনিংস চলাকালীন পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া থ্রোয়ে পায়ে আঘাত পান আম্পায়ার আলিম দার। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। সেই ফিল্ডারের উপরে রেগে যান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১১:৩৭
Share:

পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া থ্রোয়ে পায়ে আঘাত পান আম্পায়ার আলিম দার। ফাইল ছবি

পাকিস্তানকে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭৯ রানে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল নিউ জ়‌িল্যান্ড। শতরান করে দলকে জেতাতে সাহায্য করেছেন ডেভন কনওয়ে। সেই ম্যাচে হঠাৎই প্রচারের আলো কেড়ে নিয়েছে অন্য একটি ঘটনা। নিউ জ়িল্যান্ডের ইনিংস চলাকালীন পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া থ্রোয়ে পায়ে আঘাত পান আম্পায়ার আলিম দার। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। সেই ফিল্ডারের উপরে রেগে যান তিনি।

Advertisement

ঘটনাটি ঘটেছে নিউ জ়িল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে। হ্যারিস রউফের বলে ডিপ স্কোয়্যার লেগে শট মারেন গ্লেন ফিলিপস। মহম্মদ ওয়াসিম জুনিয়র সেখানে ফিল্ড করছিলেন। বল কুড়িয়ে ছুড়ে দেন বোলারের প্রান্তে। উইকেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার আলিম। শেষ মুহূর্তে উড়ে আসা বল দেখতে পাওয়ায় নড়ার সময় পাননি তিনি। বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের গোড়ালির একটু উপরে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হতাশায় হাতে ধরা রউফের সোয়েটার ছুড়ে ফেলে দেন মাটিতে।

পাকিস্তানের বাকি ফিল্ডাররা অবশ্য আলিমের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কয়েক জন। নাসিম শাহ এসে আলিমের আঘাত লাগা জায়গায় জোরে জোরে মালিশ করতে থাকেন। মাঠের বাইরে থাকা চিকিৎসকরাও তৈরি ছিলেন। তবে তাঁদের ডাকার দরকার পড়েনি। কিছু ক্ষণ পরে আবার ম্যাচ শুরু হয়।

Advertisement

দ্বিতীয় এক দিনের ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে দেয় নিউ জ়িল্যান্ড। কাজে আসেনি পাক অধিনায়ক বাবর আজ়মের মরিয়া লড়াই। প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনরা করেন ৪৯.৫ ওভারে ২৬১ রান। জবাবে পাকিস্তানের ইনিংস ৪৩ ওভারে ১৮২ রানে শেষ হয়। বুধবার জিতে সিরিজ়ে সমতা ফেরান সফরকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন