Vaibhav Suryavanshi

৩১ বলে ৮৬! জাতীয় দলের জার্সিতে একাধিক নজির বৈভবের, কী কী কীর্তি গড়ল ১৪ বছরের ব্যাটার?

আইপিএলের পর জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক ভাবে ভাল খেলছে বৈভব সূর্যবংশী। তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলেছে তা সমীহ আদায় করে নিয়েছে। ৩১ বলে ৮৬ রান করেছে। একাধিক নজিরও গড়েছে ১৪ বছরের ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১২:৩১
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

আইপিএল থেকেই তার প্রতিভার পরিচয় পেয়েছে ক্রিকেটবিশ্ব। এ বার জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক ভাবে ভাল খেলছে বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলেছে তা সমীহ আদায় করে নিয়েছে। ৩১ বলে ৮৬ রান করেছে। একাধিক নজিরও গড়েছে ১৪ বছরের ব্যাটার।

Advertisement

যুব দলের এক দিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসাবে ৮০ বা তার বেশি রান করেছে বৈভব। ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেছে সে। তার স্ট্রাইক রেট ২৭৭.৪১। সে ভেঙে দিয়েছে ভারতেরই সুরেশ রায়নার নজির। ২০০৪-এ রায়না স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৯০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ২৩৬.৮৪।

অনূর্ধ্ব-১৯ এক দিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির রয়েছে ঋষভ পন্থের। ২০১৬-য় নেপালের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। বৈভব দু’টি বল বেশি নিয়েছে। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সে ২০ বলে অর্ধশতরান করেছে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান করেছিল।

Advertisement

বুধবারের ম্যাচে শুরু থেকেই বৈভবের ব্যাট চলছিল। পাওয়ার প্লে কাজে লাগায় ১৪ বছরের ব্যাটার। তার একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। দেখে মনে হচ্ছিল শতরান করবে বাঁ হাতি ব্যাটার। কিন্তু ৮৬ রান করে আউট হয় সে। ইনিংসে ছ’টা চার ও ন’টা ছক্কা মারে বৈভব। ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

আগের দুটো এক দিনের ম্যাচেও রান করেছে বৈভব। প্রথম ম্যাচে মাত্র ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিল ভারতের ওপেনার। মেরেছিল তিনটে চার ও পাঁচটা ছয়। হাসতে হাসতে সেই ম্যাচে রান তাড়া করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেছিল ভারত। সেই ম্যাচে পাঁচটা চার ও তিনটে ছক্কায় ৩৪ বলে ৪৫ রান করেছিল বৈভব। ২৯০ রান করার পরেও ১ উইকেটে হারতে হয় ভারতকে। তৃতীয় ম্যাচে আরও বড় ইনিংস এল বৈভবের ব্যাট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement