IPL 2025

ব্যাট নিয়ে ১৪ বছরের বৈভবের সঙ্গে ‘ঝগড়া’ ৩১ বছরের নীতীশের! কী হল রাজস্থান রয়্যালস শিবিরে

৩৫ বলে শতরান করার পর থেকে আইপিএলে আকর্ষণের কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের সতীর্থের সঙ্গে মজার ছলে ঝগড়া করলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক নীতীশ রানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:৪১
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। বিহারের কিশোরকে নিয়ে আলোচনা চলছে ক্রিকেটমহলে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করার পর থেকেই আকর্ষণের কেন্দ্রে সূর্যবংশী। তার সঙ্গেই ব্যাট নিয়ে ‘ঝগড়া’ করলেন সিনিয়র সতীর্থ ৩১ বছরের নীতীশ রানা।

Advertisement

রাজস্থান কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে সূর্যবংশীকে ব্যাট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতীশের সঙ্গে মজার ছলে ঝগড়া করতে দেখা গিয়েছে। নীতীশের কাছে একটি ব্যাট চান বৈভব। তা নিয়েই কথা হয় দু’জনের। সেই ভিডিয়োয় নীতীশকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি তোকে পাঁচটা ব্যাট দেব। তবে তোর কাছে ১৪টার বেশি ব্যাট থাকলে একটাও দেব না।’’ জবাবে সূর্যবংশী তাঁকে বলে, ‘‘আমার খালি একটা ব্যাট চাই। একটাই তো চেয়েছি। পাঁচটা দরকার নেই।’’ এর পর নীতীশ আবার বলেন, ‘‘বাচ্চা, সব কিছু কি তোর মতো হবে?’’ বৈভব আবার বলে, ‘‘আমার কাছে যদি বয়সের (১৪ বছর) থেকে বেশি ব্যাট থাকে, তা হলে তুমি যাকে বলবে ব্যাট দিয়ে দেব। তোমার কথাই থাকবে।’’ নীতীশ বলেন, ‘‘তার মানে তোর কাছে ১৪টা ব্যাট আছে। আমার ব্যাট তোকে দেব না। ব্যাট আমার। তোকে কেন দেব?’’ বৈভব বলে, ‘‘আমি তো একটাই ব্যাট চেয়েছি। আমার কাছে বেশি ব্যাট নেই।’’ নীতীশ এর পর বলেন, ‘‘তা হলে তোর কাছে ১২টা ব্যাট আছে।’’ বৈভব উত্তর দেয়, ‘‘না, আমার ১২টা ব্যাট নেই।’’ আবার নীতীশ বলেন, ‘‘১০টা তো আছেই। ১০টা ব্যাট অনেক। এতগুলো ব্যাট তো বিরাট কোহলির কাছেও থাকে না।’’ বৈভব বলে, ‘‘না, ১০টাও নেই। আমার আটটা ব্যাট আছে।’’

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে দুই ক্রিকেটারের কথাবার্তার মধ্যে কোনও ঝগড়া নেই। পাশাপাশি বসে হাসিমুখে কথা হয়েছে দু’জনের। ঘটনাটা পুরোটাই মজার। নীতীশ শেষ পর্যন্ত জুনিয়র সতীর্থকে নিজের কোনও ব্যাট দিয়েছেন কি না, জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement