Asia Cup Rising Stars

এখনও ট্রফি পাননি সূর্যেরা, বিতর্কের মধ্যেই আবার ‘এশিয়া কাপ’, ভারতের হয়ে খেলতে পারে সূর্যবংশী

এশিয়া কাপে খেলা আটটি দেশকেই দেখা যাবে ছোটদের এশিয়া কাপে। একই গ্রুপে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৪ নভেম্বর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৪৫
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

এশিয়া কাপের ট্রফি এখনও হাতে পাননি সূর্যকুমার যাদবেরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি ট্রফি হস্তান্তর করা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছেন। এই বিতর্কের মধ্যেই হতে চলেছে ছোটদের এশিয়া কাপ। উঠতি ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলতে পারে বৈভব সূর্যবংশী।

Advertisement

আটটি দেশ অংশগ্রহণ করবে উঠতি ক্রিকেটারদের এশিয়া কাপে। মূল এশিয়া কাপে খেলা দেশগুলি ছোটদের প্রতিযোগিতায় খেলবে। এসিসি সূত্রে জানা গিয়েছে, টেস্ট খেলিয়ে পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের ‘এ’ দল খেলবে। ওমান, সংযুক্ত আরব আমিরশাহি এবং হংকঙের প্রথম দল খেলবে।

ছোটদের এশিয়া কাপের জন্য এখনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দু’-এক দিনের মধ্যে দল ঘোষণা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। বিহারের ১৪ বছরের আগ্রাসী ব্যাটার সূর্যবংশীকে রেখে দল তৈরির পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

প্রতিযোগিতার আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। একই গ্রুপে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। ওমান এবং আমিরশাহিও রয়েছে সেই গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। মূল এশিয়া কাপের দু’টি গ্রুপেও ঠিক এই দেশগুলিই ছিল। তবে সুপার ফোর পর্ব নেই ছোটদের এশিয়া কাপে। গ্রুপের সেরা দু’টি দল সরাসরি সেমিফাইনাল খেলবে। সে ক্ষেত্রে গ্রুপ পর্ব ছাড়াও ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে ফাইনালে।

আগামী ১৪ নভেম্বর থেকে দোহায় শুরু হবে প্রতিযোগিতা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতার ফাইনাল ২৩ নভেম্বর। মোট ১৫টি ম্যাচ হবে। চূড়ান্ত ক্রীড়াসূচি এখনও প্রকাশ করেনি এসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement