Harmanpreet Kaur

ইংল্যান্ডের কাছে হারের পর কোচের একটা কথা বদলে দেয় দলের মানসিকতা, ফাইনালে উঠে জানালেন অধিনায়ক হরমনপ্রীত

বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ জেতার পর টানা তিনটি ম্যাচ হেরে গিয়েছিলেন হরমনপ্রীত কৌরেরা। ইংল্যান্ডের কাছে হারার পর তাঁদের একটি কথা বলেছিলেন কোচ অমল মুজুমদার। যা বদলে দেয় দলের মানসিকতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১৪
Share:

(বাঁ দিকে) অমল মুজুমদার এবং হরমনপ্রীত কৌর (ডান দিকে)। ছবি: এক্স।

ভারতকে জয়ের জন্য ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে এত রান তাড়া করতে হলে চাপে পড়ে যেতে পারে যে কোনও ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পরই তা বুঝে যান কোচ অমল মুজুমদার। তাই দু’ইনিংসের বিরতিতে হরমনপ্রীত কৌরদের কয়েকটি কথা বলেন মুজুমদার। তবে ইংল্যান্ডের কাছে হারের পর তাঁর একটি কথা দলের মানসিকতা বদলে দেয়।

Advertisement

ফাইনালে ওঠার কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন মুজুমদার। তবে ভারতীয় দলের অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন কোচকেই। কয়েক দিন আগের কথা বলেছেন হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডের কাছে হারের পর কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। কোচ শুধু বলেছিলেন, ‘ম্যাচটা তোমাদের অবশ্যই জেতা উচিত ছিল (মুজুমদারকে নকল করে)।’ কোচের ওই কথা দলের সকলের মধ্যে একটা জেদ তৈরি করে দেয়। আমরা একটি জিনিস বিশ্বাস করি। তা হল, স্যর যা বলেন, একদম মন থেকে বলেন। উনি বিশ্বাস করেন বলেই বলেন। স্যরের ওই কথার পর দলের সকলের সঙ্গে কথা বলি। সবাই কী ভাবছে, বোঝার চেষ্টা করি। ওদের বলি, স্যর আমাদের কাছে ঠিক যেটা প্রত্যাশা করেন, আমাদের সেটাই করি উচিত। কারণ, গোটা দেশও সেটাই আশা করে। প্রত্যেকে ইতিবাচক ভাবে নিয়েছিল বিষয়টা। সেমিফাইনালের ফল সেটারই প্রমাণ। সকলে দেখেছে, আমরা কেমন খেলেছি।’’ হরমনপ্রীত বোঝাতে চেয়েছেন, সে দিনই কোচের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলেন তাঁরা। হরমনপ্রীত জানিয়েছেন, সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে সফল ভাবে বড় রান তাড়া করা সহজ হয়েছে সেই জেদের জন্যই।

সেমিফাইনালের বিরতিতে কোচ কী বলেছিলেন হরমনপ্রীতদের? মুজুমদার বলেছেন, ‘‘বিরতিতে ক্রিকেটারদের সঙ্গে কয়েকটা কথা বলেছিলাম। অল্প কিছু পরামর্শ দিয়েছিলাম। তবে দলের সকলে খুব একাত্ম ছিল।’’

Advertisement

আগামী রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই নিয়ে তৃতীয় বার ফাইনালে উঠল ভারত। প্রথম দু’বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সফল হয়নি। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে প্রথম বার। ফলে এ বার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে মহিলাদের ক্রিকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement