Vaibhav Suryavanshi

লাল বলের ক্রিকেটে আবার ব্যর্থ বৈভব, দ্বিতীয় টেস্টে দুটো ছক্কা মেরেই আউট ২০ রানে

শিক্ষাই নিচ্ছে না বৈভব সূর্যবংশী। লাল বলের ক্রিকেটে যেখানে ধৈর্যটাই আসল, সেখানে বার বার চালিয়ে খেলতে গিয়ে আউট হচ্ছে সে। দ্বিতীয় টেস্টেও তার ব্যতিক্রম নেই। প্রথম ইনিংসে মাত্র ২০ রানে আউট হয়ে গেল বৈভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২৩:০৮
Share:

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

শিক্ষাই নিচ্ছে না বৈভব সূর্যবংশী। লাল বলের ক্রিকেটে যেখানে ধৈর্যটাই আসল, সেখানে বার বার চালিয়ে খেলতে গিয়ে আউট হচ্ছে সে। দ্বিতীয় টেস্টেও তার ব্যতিক্রম নেই। প্রথম ইনিংসে মাত্র ২০ রানে আউট হয়ে গেল বৈভব। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিল সে।

Advertisement

যুব দলের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে ৩০৯ রান করেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। শতরান করেছেন একাংশ সিংহ। অর্ধশতরান করেছেন অধিনায়ক টমাস রিউ। ভারতের হয়ে নমন পুষ্পক চারটি উইকেট নিয়েছেন ৭৬ রানে।

সোমবার ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার দিকে মন দেয় বৈভব। একটি চার এবং দু’টি ছয় মারে। তার পরেই আলেক্স গ্রিনের বলে এএম ফ্রেঞ্চের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। ১৪ বলে ২০ রান করেছে সে। দ্বিতীয় দিনের শেষে ভারতের অনূর্ধ্ব-১৯ দল এক উইকেটে ৫১ রান তুলেছে। আয়ুষ মাত্রে ২৪ এবং বিহান মলহোত্র ৬ রানে ক্রিজ়‌ে রয়েছেন। ভারত এখনও পিছিয়ে ২৫৮ রানে।

Advertisement

এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট দেখতে গিয়েছিল বৈভব। শুভমন গিলের দ্বিশতরান দেখেছিল চোখের সামনে। তার পর বলেছিল, “শুভমনের থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। ও আমাদের সকলের কাছেই আদর্শের মতো। দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন।”

যদিও কোচ হৃষিকেশ কানিতকর সতর্ক করে দিয়ে বলেছিলেন, “আমি চাই তরুণ ক্রিকেটারেরা শিখুক যে সব বলই মাঠের বাইরে পাঠানোর কোনও দরকার নেই। সব বলে চার-ছয় না মারলেও চলবে। সব পরিস্থিতিতে উত্তেজক ক্রিকেট খেলা যায় না। তুমি যদি রান রেট ধারাবাহিক রাখো তা হলেও দলের অনেক উপকার হবে। ঠিক সে ভাবেই শুভমন ব্যাট করেছে।” কিন্তু সেই নির্দেশ মানছে না বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement