Virat Kohli

দক্ষিণ আফ্রিকা সিরিজ় জয়ের পরদিনই মন্দিরে প্রার্থনায় গেলেন কোহলি, সঙ্গে নিলেন সতীর্থকেও

শনিবার দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে হারিয়েছে ভারত। রবিবার সকালেই স্থানীয় মন্দিরে ছুটলেন বিরাট কোহলি। পরিবারের সদস্য এবং সতীর্থ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সীমাচলম মন্দিরে গেলেন কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩
Share:

সীমাচলম মন্দিরে কোহলি। ছবি: সমাজমাধ্যম।

শনিবার দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে হারিয়েছে ভারত। সেই ম্যাচে তিনি অর্ধশতরান করেন। তার পর দিন সকালেই স্থানীয় মন্দিরে ছুটলেন বিরাট কোহলি। রবিবার পরিবারের সদস্য এবং সতীর্থ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে গেলেন কোহলি। এটি স্থানীয়দের কাছে সীমাচলম মন্দির নামেও পরিচিত।

Advertisement

কোহলি আসবেন জেনে আগে থেকেই মন্দিরের আশপাশে কড়া নিরাপত্তাবেষ্টনী ছিল। পুণ্যার্থীদের প্রবেশে বিধিনিষেধ ছিল অনেক। মন্দিরের আধিকারিকেরা কোহলিদের নিরাপদে ভিতরে নিয়ে আসেন। মন্দিরের রীতি মেনে সবার আগে পবিত্র স্তম্ভকে জড়িয়ে ধরেন কোহলি এবং বাকিরা। এর পর দেবতার দর্শন করেন। কোহলিদের মাটিতে বসিয়ে বিভিন্ন রীতি এবং প্রথা পালন করেন পুরোহিতেরা।

মন্দিরের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, কোহলি, তাঁর পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ছাড়াও ভারতীয় দলের কয়েক জন এসেছিলেন। দেবতা দর্শনের পর বিশেষ একটি মন্ত্র আওড়াতে দেখা গিয়েছে কোহলিকে।

Advertisement

মন্দিরের পক্ষ থেকে কোহলি-সহ বাকিদের হাতে পবিত্র পোশাক তুলে দেওয়া হয়। দেবতার একটি ছবি এবং প্রসাদও তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তিনটি ম্যাচেই রান করেছেন কোহলি। রাঁচী এবং রায়পুরে শতরানের পর বিশাখাপত্তনমে অর্ধশতরান করেন।

সিরিজ় সেরার পুরস্কার নিতে এসে কোহলি বলেছিলেন, “সত্যি বলতে, যে ভাবে এই সিরিজ়‌ে খেলেছি তাতে খুবই তৃপ্ত। গত ২-৩ বছরে এত ভাল খেলেছি বলে মনে পড়ছে না। অনেক খোলা মনে খেলতে পারছি। গোটা ম্যাচে কেমন খেলব আগে থেকে ভেবে নিতে পারছি। ধীরে ধীরে ইনিংস তৈরি করছি। ক্রিকেটার হিসাবে বরাবর একটা জিনিস করার চেষ্টা করেছি। তা হল, নিজের যে মান নির্ধারণ করেছি তা ধরে রাখা এবং এমন ভাবে খেলা যাতে দলে প্রভাব ফেলতে পারি। আমি জানি ক্রিজ়‌ে নেমে এ ভাবে ব্যাট করতে পারলে সেটা দলকে সাহায্য করবে। কারণ আমি লম্বা সময় পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারি। আত্মবিশ্বাসী থাকলে যে পরিস্থিতিই আসুক না কেন, ক্রিজ়ে নেমে তা সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে আমার। দলের জন্য সেরাটা দেওয়াই আমার কাজ।”

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তিন ইনিংসে তিনশোর উপর রান করেছেন কোহলি। প্রথম বার তিন ম্যাচের সিরিজ়ে এই কীর্তি অর্জন করলেন। নিজের সেরা ইনিংস সম্পর্কে কোহলি বলেছেন, “রাঁচীর ইনিংসটাই বেছে নেব। অস্ট্রেলিয়ায় খেলে আসার পর অনেক দিন খেলিনি। মাঠে নেমেই ভাল শট খেলতে পেরে আত্মবিশ্বাসী হয়েছিলাম। বুঝতে পেরেছিলাম, আমার শক্তি কোথায়। ঝুঁকি নেওয়ার জন্য আত্মবিশ্বাস দরকার। সেটা পেয়ে গেলে নিজেকে আর একটু চাপ দেওয়া যায়। রাঁচীর ইনিংস সত্যিই আমার কাছে বিশেষ অনুভূতি। ওই ইনিংস খেলার পর বুঝতে পেরেছিলাম অনেক দিন এ রকম খেলিনি। তিনটে ম্যাচ যে ভাবে খেলেছি তাতে আমি তৃপ্ত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement