বিরাট কোহলি। —ফাইল চিত্র।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। আইপিএলে তাঁর ব্যাটে রানের জোয়ার দেখে প্রশ্ন উঠছে, কোহলি কেন অবসর নিলেন? ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজেই জবাব দিয়েছেন।
শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুখ খুলেছেন কোহলি। তিনি বলেছেন, ‘‘মনে হয় না, ওই সিদ্ধান্তের জন্য আমার ক্রিকেট খুব একটা বদলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণ, আমাদের প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একদম তৈরি। অভিজ্ঞতা অর্জনের জন্য ওদের কিছু ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।’’
তিনি আরও বলেছেন, ‘‘প্রতি দু’বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। চাপ সামলাতে শেখা, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা এবং যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া দরকার। যাতে বিশ্বকাপের আগে ওরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারে।’’ কোহলি বুঝিয়ে দিয়েছেন, নতুন প্রজন্মের কথা ভেবেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। তরুণ ক্রিকেটারদের ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার সময় দিয়েছিলেন। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর কোহলি ছাড়া রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজাও ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৪৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। গড় ৬৩.২৯। স্ট্রাইক রেট ১৩৮.৮৭। ছ’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।