অনুশীলনে বিরাট কোহলি। ছবি: পিটিআই।
রবিবার রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে অনুশীলনে বিধ্বংসী মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। একের পর এক শট আছড়ে পড়ল গ্যালারিতে। কোহলির শট দেখে অবাক ঋষভ পন্থ। ভারতের উইকেটকিপার খেলতে নামার আগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সমাজমাধ্যমে।
ভারতের অনুশীলনে অর্শদীপ সিংহের বিরুদ্ধে ব্যাট করছিলেন কোহলি। অর্শদীপ একটি শর্ট বল করেন। সেই বল চালিয়ে খেলেন কোহলি। বল গিয়ে পড়ে গ্যালারিতে। উল্টো দিকে দাঁড়িয়ে ছিলেন পন্থ। তিনি কোহলির শটের প্রশংসা করেন। বলেন, “ভাই জি, এটা খুব ভাল বল ছিল। তুমি তো সেটাকেও সহজে উড়িয়ে দিলে।” শুনে হাসতে থাকেন কোহলি। পরে আরও কিছু আগ্রাসী শট খেলতে দেখা গিয়েছে তাঁকে।
দু’টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম দেশের মাটিতে নামছেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম দু’টি ম্যাচে শূন্য করলেও শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রান করেছিলেন। এখন দেখার, ভারতের মাটিতে তিনটি ম্যাচ কেমন যায় তাঁর।
ভারতের অধিনায়ক কেএল রাহুল আশাবাদী যে, রোহিত শর্মা এবং কোহলি দু’জনেই সফল হবেন। তিনি বলেছেন, “রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে খুব বেশি। ওদের মতো সিনিয়র ক্রিকেটার সাজঘরে থাকলে সকলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ওদের অভিজ্ঞতা দলের সকলকে অনেক সাহায্য করে। তাই ওদের পেয়ে আমি খুব খুশি।”
এ দিকে, শনিবার সন্ধ্যায় পন্থ একটি পোস্ট করেছেন। সেখানে নিজের এবং দলের অনুশীলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন তিনি। লিখেছেন, “মাথা নিচু, হৃদয় শান্ত এবং যা নিয়ন্ত্রণে রয়েছে তাতে মনোযোগ দিচ্ছি। সব কিছুর সঠিক সময় আছে। কঠোর পরিশ্রম করতে হবে।”