India vs England 2025

শুভমনদের কোচিং করাবেন লক্ষ্মণ! ইংল্যান্ডে গিয়ে কি কোচ বদলে গেল ভারতের?

আগামী কয়েক দিন ভারতীয় দলের কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। ইংল্যান্ডে থাকা ভারতীয় দলের ক্ষেত্রে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন তাঁকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৯:৫৮
Share:

প্রস্তুতি ম্যাচে শুভমনের (ডান দিকে) সঙ্গে যশস্বী। ছবি: সমাজমাধ্যম।

আগামী কয়েক দিন ভারতীয় দলের কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। ইংল্যান্ডে থাকা ভারতীয় দলের ক্ষেত্রে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মা অসুস্থ থাকায় দেশে ফিরেছেন কোচ গৌতম গম্ভীর। যত দিন তিনি ইংল্যান্ডে না ফেরেন তত দিন লক্ষ্মণের অধীনে ভারতীয় দল অনুশীলন করবে। এমনই খবর প্রকাশ করেছে একটি ওয়েবসাইট।

Advertisement

অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে লক্ষ্মণ এখন রয়েছেন লন্ডনেই। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের সেই দল পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি বেসরকারি টেস্ট খেলবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সামলানোর পাশাপাশি অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলেরও কোচ লক্ষ্মণ। তবে এ বার কিছু দিন সিনিয়র দলেরও দেখাশোনা করতে হবে। উল্লেখ্য, গত বছর কোচ হয়ে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলকে টি-টোয়েন্টি খেলাতে নিয়ে গিয়েছিলেন লক্ষ্মণ। ভারত সিরিজ়‌ও জিতেছিল।

রবিবার বেকেনহ্যাম অন্তর্দলীয় ম্যাচ শেষ হওয়ার কথা। তার পরেই ভারত লিডসের উদ্দেশে রওনা দেবে। ২০ জুন থেকে সেখানেই শুরু প্রথম টেস্ট। তার আগেই গম্ভীরের যোগ দেওয়ার কথা।

Advertisement

রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে এই ভারতীয় দল অনেকটাই অনভিজ্ঞ। দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্নও রয়েছে। আপাতত সে ব্যাপারে পরামর্শ দেওয়ার কথা লক্ষ্মণের। ইংল্যান্ডের দলে যাঁরা রয়েছেন তাঁদের অনেককেই কাছ থেকে দেখেছেন লক্ষ্মণ। ফলে তাঁর পরামর্শ গুরুত্বপূর্ণ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement