India vs England 2025

শতরান কেড়ে নিতে চেয়েছিল ইংরেজরা, ম্যাঞ্চেস্টারের ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে মুখ খুললেন ওয়াশিংটন

‘হ্যান্ডশেক বিতর্কে’ সরগরম হয়ে উঠেছিল ম্যাঞ্চেস্টার টেস্ট। খেলা শেষ করে দিতে চেয়েছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। সেই প্রস্তাব মানেননি ভারতীয়েরা। বিতর্কিত সেই ঘটনা নিয়ে এ বার কথা বললেন ওয়াশিংটন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১২:৫৭
Share:

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্রয়ের পর হাত মেলাচ্ছেন স্টোকস (বাঁ দিকে) এবং জাডেজা। ছবি: সমাজমাধ্যম।

‘হ্যান্ডশেক বিতর্কে’ সরগরম হয়ে উঠেছিল ম্যাঞ্চেস্টার টেস্ট। ম্যাচ ড্র হবে বুঝে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজার শতরানের আগেই খেলা শেষ করে দিতে চেয়েছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। সেই প্রস্তাব মানেননি ভারতীয়েরা। তাঁরা শতরান করে তার পরেই ড্রয়ের প্রস্তাবে রাজি হন। বিতর্কিত সেই ঘটনা নিয়ে এ বার কথা বললেন ওয়াশিংটন।

Advertisement

‘উইসডেন’-এ দেওয়া সাক্ষাৎকারে বিষয়টা নিয়ে মাথাই ঘামাতে চাননি ভারতীয় অলরাউন্ডার। বলেছেন, “যে কোনও খেলাতেই এমনটা হয় তাই না। শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও এই জিনিস হতে দেখেছি। এটাই খেলাধুলোর বৈশিষ্ট্য। সত্যি বলতে, আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে।”

তবে ওয়াশিংটন অস্বীকার করেননি যে ওই ঘটনা তাঁকে তাতিয়ে দিয়েছিল। তাঁর কথায়, “একশো শতাংশ তেতে গিয়েছিলাম। যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, একই কথা শুনবেন। টেস্ট ক্রিকেটে আপনি সব সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান। প্রতি দিন সেটাই আশা করেন। পরিস্থিতি কঠিন হয়ে উঠলে সেটা পেরিয়ে সফল হওয়ার চেষ্টা করেন। মানসিক কাঠিন্য না থাকলে সেটা সম্ভব নয়। টেস্ট যারাই খেলেছে এবং সফল হয়েছে তারাই এটা দারুণ ভাবে ধারাবাহিক ভাবে, দীর্ঘ দিন ধরে সামলেছে।”

Advertisement

ম্যাঞ্চেস্টারে ড্র হলেও ওভালে জিতে সিরিজ়‌ ড্র করেছে ভারত। সেই টেস্টের পঞ্চম দিনের কথা উল্লেখ করেছেন ওয়াশিংটন। বলেছেন, “প্রত্যেকটা সেশনে অসাধারণ খেলা হয়েছে। বিশেষত পঞ্চম দিনে ওই ৪০ মিনিট খুব চাপের ছিল। ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গিয়েছিল। কী হতে পারে কেউ বুঝতে পারছিলাম না। একটা বল সব বদলে দিতে পারত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement