India vs England 2025

পিচ নয়, ভারতীয় শিবিরের উদ্বেগ বৃষ্টি, ওভাল টেস্টের পাঁচ দিন কেমন থাকবে লন্ডনের আবহাওয়া?

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট জিততেই হবে শুভমন গিলদের। না হলে সিরিজ় হারতে হবে ভারতীয় দলকে। চার টেস্টের পর ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:৩৩
Share:

বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভাল টেস্টে। ছবি: এক্স।

ওভাল টেস্ট ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিততে না পারলে ইংল্যান্ডের কাছে সিরিজ় হারতে হবে শুভমন গিলদের। বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজ়ের পঞ্চম টেস্ট। তার আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রেখেছে লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস।

Advertisement

পিচ নিয়ে খুব একটা চিন্তিত নন গৌতম গম্ভীরেরা। ওভালের ২২ গজ সাধারণ ভাবে ব্যাটিং সহায়ক হিসাবে পরিচিত। চলতি মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলিতেও ভাল রান উঠেছে। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ৩৪৩। ভারতের সিরিজ়ে সমতা ফেরানোর পথে বাধা হতে পারে বৃষ্টি। লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওভাল টেস্টের একাধিক দিন বৃষ্টি হতে পারে।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, ওভাল টেস্টের পাঁচ দিনই লন্ডনের আকাশ মেঘলা থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে বেশি। বৃহস্পতিবার ম্যাচ শুরুর দিন দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টি হতে পারে ম্যাচের শেষ দু’দিনও। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এবং শনিবার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

Advertisement

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এ দিন দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ। শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা ১২ শতাংশ। শনিবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৮ শতাংশ। রবিবার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা ৩৭ শতাংশ। বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। আর ম্যাচের শেষ দিন সোমবারও আকাশে বৃষ্টির মেঘ থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৩১ শতাংশ। এ দিনও দুপুরের পর বৃষ্টি হতে পারে। এই পাঁচ দিন লন্ডনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। টেস্টের দিনগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৫ থেকে ৯০ শতাংশের মধ্যে।

লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাস নিশ্চিত ভাবেই খুশি করবে না ভারতীয় শিবিরকে। পুরো সময় খেলা না হলে ভারত-ইংল্যান্ড সিরিজ়ের শেষ টেস্টে ফলাফলের সম্ভাবনা কমবে। একই সঙ্গে বাড়বে ভারতীয় দলের সিরিজ় হারের সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement