ওয়াংখেড়ে স্টেডিয়াম। —ফাইল চিত্র।
আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। বুধবার এই দুই দলের মধ্যেই খেলা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। কিন্তু বুধবার মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার খেলা শুরু সন্ধে ৭.৩০ মিনিট থেকে। টস হবে ৭টায়। অ্যাকুওয়েদার অনুযায়ী, সন্ধে ৭টার সময় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। রাত ৯টার সময় যা বেড়ে হবে ৬ শতাংশ। ১০টার সময় তা বেড়ে হবে ৭ শতাংশ। ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। আর্দ্রতা থাকবে ৭৪ শতাংশ। ম্যাচের সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
মহারাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হবে বলে জানিয়েছিল তারা। কিন্তু রাত ৮টা পর্যন্ত বৃষ্টি হয়নি। মুম্বই পুরো অনুশীলন করে। তবে দিল্লির অনুশীলন পুরো করা সম্ভব হয়নি। প্রচণ্ড হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির কারণে অনুশীলন নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেয় দিল্লি। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।
বুধবার যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, তা হলে দুই দল একটি করে পয়েন্ট পাবে। ফলে শেষ ম্যাচ যে দল জিতবে তারাই প্লে-অফে উঠবে। দুই দলেরই শেষ ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। যদি দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরে যায় তা হলে মুম্বই প্লে-অফে উঠবে, কারণ তারা দিল্লির থেকে এক পয়েন্টে এগিয়ে আছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। চতুর্থ দল হিসাবে কোন দল যোগ্যতা অর্জন করবে তা নিয়েই লড়াই। বুধবার মুম্বই জিতলেই প্লে-অফে উঠে যাবে। খেলা হলে তাই মুম্বই ঘরের মাঠেই নিজেদের প্লে-অফের টিকিট পাকা করতে চাইবে।